Border-Gavaskar Trophy 2024-25

পরের টেস্টে রোহিত ওপেন করবেন, না মিডল অর্ডারে? অনুশীলনে ইঙ্গিত ভারতের

সিরিজ়ে সমতা ফিরে পাওয়া অস্ট্রেলিয়া আগামী ম্যাচগুলিতে আরও ভয়ঙ্কর হয়ে ফিরতে পারে। তাই প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। কিন্তু ব্যাটিং অর্ডারে পরিবর্তন হবে কি?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১১:১১
Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

গোলাপি বলের টেস্ট জিতে এক দিন বিশ্রাম নিয়েছে অস্ট্রেলিয়া দল। কিন্তু ভারতের কাছে বিশ্রামের সময় নেই। সিরিজ়ে সমতা ফিরে পাওয়া অস্ট্রেলিয়া আগামী ম্যাচগুলিতে আরও ভয়ঙ্কর হয়ে ফিরতে পারে। তাই প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। কিন্তু ব্যাটিং অর্ডারে পরিবর্তন হবে কি?

Advertisement

প্রথম টেস্টে রোহিত শর্মা খেলেননি। তাঁর জায়গায় যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুল ওপেন করেন। তাঁরা সফলও হন। যে কারণে দ্বিতীয় টেস্টে রোহিত ফিরলেও ওপেন করেননি। তিনি মিডল অর্ডারে ব্যাট করেন। তৃতীয় টেস্টেও কি তেমনটাই হবে? ভারতের অনুশীলন দেখলে মনে হবে রোহিত মিডল অর্ডারেই খেলবেন। কারণ নেটে সকলের আগে ব্যাট করতে ঢোকেন যশস্বী এবং রাহুল। তাঁদের পর নেটে ঢোকেন শুভমন গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থেরা। রোহিত পরের দিকে ব্যাট করায় রাহুল এবং যশস্বীর ওপেন করার সম্ভাবনা আরও জোরালো হচ্ছে।

ভারতের প্রাক্তন ওপেনার সুনীল গাওস্কর যদিও চান রোহিত ওপেনার হিসাবেই খেলুন। পার্‌থে ওপেন করতে নেমে দুই ইনিংসে ২৬ ও ৭৭ রান করেছিলেন রাহুল। কিন্তু অ্যাডিলেডে রান পাননি তিনি। সেই কারণেই রোহিতের তাঁর পুরনো জায়গায় ফিরে যাওয়া উচিত বলে মত গাওস্করের। ভারতের প্রাক্তন ওপেনার বলেন, “রোহিতের উচিত ওর নিজের জায়গায় ফিরে যাওয়া। আমাদের খেয়াল রাখতে হবে কেন রাহুল ওপেন করেছিল। কারণ, পার্‌থে রোহিত ছিল না। ওখানে দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ২০০ রানের জুটি গড়ায় অ্যাডিলেডেও রাহুল ওপেন করেছিল। কিন্তু এ বার ও রান পায়নি। তাই আমার মনে হয় পরের টেস্টে রোহিতের ওপেন করা উচিত। রাহুল মিডল অর্ডারে ফিরে যাক। যদি শুরুতে রোহিত দ্রুত কিছু রান পেয়ে যায় তা হলে বড় রান করার ক্ষমতা ওর আছে। তার জন্য ওকে নতুন বল খেলতে হবে।”

অনুশীলনে ব্যাট করার সময় পন্থের হেলমেটে বল লাগে। সেই ঘটনার পর অনুশীলন থামিয়ে দেন ভারতীয় উইকেটরক্ষক। চিকিৎসকেরা সঙ্গে সঙ্গে দেখেন তাঁকে। সেই সময় অন্য নেটে অনুশীলন করছিলেন বিরাট এবং রাহুল। তাঁরাও দাঁড়িয়ে যান। সকলকেই বেশ চিন্তিত দেখাচ্ছিল। যদিও পন্থ পরে আবার নেটে ফিরে আসেন। তাঁকে নিজের ছন্দে ব্যাট করতেও দেখা যায়।

প্রথম টেস্টে পার্‌থে ভারত ২৯৫ রানে জিতলেও অস্ট্রেলিয়া সিরিজ়ে সমতা ফিরিয়েছে। ফলে আগামী টেস্টগুলিতে লড়াই আরও বাড়বে। ১৪ নভেম্বর থেকে শুরু তৃতীয় টেস্ট। ব্রিসবেনে হবে সেই ম্যাচ। পাঁচ দিনের টেস্ট আড়াই দিনে শেষ হয়ে যাওয়ায় এখনও দুই দল অ্যাডিলেডে রয়েছে। সেখানেই অনুশীলন করছে ভারত।

Advertisement
আরও পড়ুন