Chelsea

Ukraine-Russia Conflict: যুদ্ধের আঁচ এ বার ফুটবলের ময়দানে, ব্রিটেনে আর থাকা নাও হতে পারে চেলসি মালিকের

মঙ্গলবার ৩৫ জন এমন ব্যক্তির নাম সামনে আসে যাঁরা পুতিনের শক্তি ধরে রাখতে সাহায্য করেছে। রাশিয়ার বিরোধী নেতা আলেক্সেই নাভালনি এই নামগুলি সামনে আনেন। তাঁদের মধ্যে অ্যাব্রামোভিচের নামও ছিল। তিনি যদিও এমন অভিযোগ অস্বীকার করেছেন।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ২১:৫২
চেলসির রুশ মালিক রোমান অ্যাব্রামোভিচ।

চেলসির রুশ মালিক রোমান অ্যাব্রামোভিচ। ছবি: রয়টার্স

ব্রিটেনে আর নাও থাকা হতে পারে চেলসির রুশ মালিক রোমান অ্যাব্রামোভিচের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতা ধরে রাখার পিছনে অন্যতম অবদানকারী হিসাবে পরিচিত অ্যাব্রামোভিচ। বেশ কয়েক মাস ধরে চেলসির ঘরের মাঠে প্রিমিয়ার লিগের খেলা থাকলে তাঁকে দেখাও যাচ্ছে না।

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম অনুযায়ী, ৫৫ বছরের অ্যাব্রামোভিচকে ব্রিটেনে আর থাকতে নাও দেওয়া হতে পারে। চেলসির মালিক ভিসার জন্য আবেদন করলেও তা তুলে নেন বলেও জানা গিয়েছে। সূত্রের খবর, অভিবাসন আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে অ্যাব্রামোভিচের ব্রিটেনে থাকা কঠিন করে তোলার জন্য। কেনসিংটন রাজপ্রাসাদের কাছে প্রায় ১০৫৩ কোটি টাকার সম্পত্তি রয়েছে।

মঙ্গলবার ৩৫ জন এমন ব্যক্তির নাম সামনে আসে যাঁরা পুতিনের শক্তি ধরে রাখতে সাহায্য করেছে। রাশিয়ার বিরোধী নেতা আলেক্সেই নাভালনি এই নামগুলি সামনে আনেন। তাঁদের মধ্যে অ্যাব্রামোভিচের নামও ছিল। তিনি যদিও এমন অভিযোগ অস্বীকার করেছেন।

Advertisement

২০১৮ সালে অ্যাব্রামোভিচ ইজরাইলের নাগরিকত্ব নেন। এর ফলে ব্রিটেনে ছ’মাস থাকার অনুমতি পান তিনি। ইজরাইলের পাসপোর্ট দেখিয়ে গত বছর অক্টোবরে লন্ডনে গিয়েছিলেন অ্যাব্রামোভিচ।

Advertisement
আরও পড়ুন