Brazil Football Coach Sacked

আর্জেন্টিনার কাছে ৪ গোল খাওয়ার ধাক্কা, ছাঁটাই ব্রাজিলের কোচ দোরিভাল, দৌড়ে কে?

আর্জেন্টিনার বিরুদ্ধে চার গোল খাওয়ার তিন দিনের মধ্যে ছাঁটাই করা হল দোরিভাল জুনিয়রকে। ২০২৪ সালের জানুয়ারি থেকে দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। কিন্তু ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আর্জেন্টিনার বিরুদ্ধে হারের পরেই সরিয়ে দেওয়া হল তাঁকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১০:০৯
Dorival Junior

দোরিভাল জুনিয়র। —ফাইল চিত্র।

আর্জেন্টিনার বিরুদ্ধে চার গোল খাওয়ার তিন দিনের মধ্যে ছাঁটাই করা হল দোরিভাল জুনিয়রকে। ২০২৪ সালের জানুয়ারি থেকে দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। কিন্তু ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আর্জেন্টিনার বিরুদ্ধে হারের পরেই সরিয়ে দেওয়া হল তাঁকে।

Advertisement

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে দক্ষিণ আমেরিকার গ্রুপে চার নম্বরে রয়েছে ব্রাজিল। শীর্ষে থাকা আর্জেন্টিনার থেকে ১০ পয়েন্ট পিছিয়ে পাঁচ বারের বিশ্বকাপজয়ীরা। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ইতিমধ্যেই বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে ফেলেছে। কিন্তু ব্রাজিল এখনও ইকুয়েডর এবং উরুগুয়ের পিছনে। দক্ষিণ আমেরিকার গ্রুপ থেকে ছ’টি দল সরাসরি যোগ্যতা অর্জন করবে। ব্রাজিলের এখনও খেলা বাকি রয়েছে। ফলে হয়তো বিশ্বকাপে যোগ্যতা অর্জন করবে তারা। কিন্তু তাঁদের সাম্প্রতিক ফর্ম স্বস্তিদায়ক নয়।

মঙ্গলবার আর্জেন্টিনার বিরুদ্ধে ১-৪ গোলে হারের পর থেকেই দোরিভালের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। কোচ নিজেও বলেছিলেন, “কেউ ভাবেনি আমরা এই ভাবে হারব। এই হারের দায় আমার।”

ব্রাজিলের কোচ হিসাবে দোরিভাল প্রথম পছন্দ ছিলেন না। রিয়াল মাদ্রিদের কোচ কার্লো অ্যানচেলত্তি কোচ করতে চেয়েছিল ব্রাজিল। কিন্তু তিনি মাদ্রিদের দায়িত্ব ছাড়তে চাননি। সেই কারণে এক প্রকার বাধ্য হয়েই দোরিভালকে দায়িত্ব দেওয়া হয়েছিল।

দোরিভালকে সরিয়ে দেওয়ার পর আবার অ্যানচেলত্তি কোচ করার কথা উঠছে। সেই সঙ্গে জর্জ জেসুসের নামও শোনা যাচ্ছে। পর্তুগালের জেসুস এখন আল হিলালের দায়িত্বে। সেই সঙ্গে আবেল ফেরেইরাও কোচ হওয়ার দৌড়ে রয়েছেন। তিনিও পর্তুগালের বাসিন্দা। এখন ব্রাজিলের ক্লাব পামেইরাসের দায়িত্বে রয়েছেন।

Advertisement
আরও পড়ুন