Tourist Crowd

ব্যাপক ভিড় সব পর্যটন কেন্দ্রেই, যানজট পথে

এ দিন কাঠগোলায় ১০ হাজারেরও বেশি পর্যটক এসেছিলেন। হাজারদুয়ারিতে সংখ্যা তার চেয়েও বেশি।

মনোদীপ বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৫ ০৮:১০
পর্যটকের ভিড় হাজারদুয়ারিতে, মঙ্গলবার।

পর্যটকের ভিড় হাজারদুয়ারিতে, মঙ্গলবার। ছবি: গৌতম প্রামাণিক।

ইদের পরের দিনেও জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের ঢল নামল। হাজার হাজার মানুষ রাস্তায় হাঁটলেন। রাস্তায় এত বেশি গাড়ি নেমে পড়ে যে যানজটে জেরবার হতে হয়।

এ দিন হাজারদুয়ারি ঢোকার মুখে ব্যাপক যানজট হয়েছে। গাড়ির সারি রাস্তায় দাঁড়িয়ে পড়ে। এ দিন কাঠগোলায় ১০ হাজারেরও বেশি পর্যটক এসেছিলেন। হাজারদুয়ারিতে সংখ্যা তার চেয়েও বেশি। পর্যটকদের গাইড সুরেন্দ্রনাথ ঘোষ বলেন, ‘‘ইদের পরের দিন পর্যটকের ভিড় অন্যবারও হয়। তবে এমন ভিড় বহু বছর দেখিনি। এ বার হাজারদুয়ারি, কাঠগোলা প্যালেস— সর্বত্র ভিড় হয়েছে।’’’’ মালদহের হরিশ্চন্দ্রপুর থেকে এ দিন ঘুরতে এসেছিলেন রহিম আলি। তিনি বলেন, ‘‘আমি পরিবার নিয়ে ঘুরতে এসেছি। আজই (মঙ্গলবার) বাড়ি ফিরে যাব। হাজারদুয়ারি, কাঠগোলা প্যালেস, মোতিঝিল—সব ঘুরে দেখেছি। হাজারদুয়ারিতে যাওয়ার পথে যানজটে আটকে পড়তে হয়েছিল। হাজারদুয়ারি ঢুকতে অনেক সময় লাগল।’’

ধুলিয়ান থেকে আসা সারমান শেখ বলেন, ‘‘সব জায়গায় ভিড়। এমন ভিড় হবে, ভাবতেও পারিনি। যানজটে নাকাল হতে হয়েছে।’’ হাসিবুর শেখ নামে এক টাঙ্গা চালক বলেন, ‘‘এত ভিড় অনেক দিন হয়নি। যানজট নিয়ন্ত্রণে আরও পুলিশ প্রয়োজন ছিল।’’ লালবাগের মহকুমা পুলিশ আধিকারিক অকুলকর রাকেশ মহাদেব বলেন, ‘‘যানজটের বিষয়টি আমাদের নজরে আসার পরেই তা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হয়েছে।’’ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ়ের সাধারণ সম্পাদক স্বপন ভট্টাচার্য বলেন, ‘‘পর্যটকদের এই ভিড় দেখে ভাল লাগছে। এই ভিড়ের ধারাবাহিকতা বজায় থাকলে জেলার অর্থনীতিতে বিপুল পরিবর্তন আসবে। তবে রাজ্য সরকার ও জেলা প্রশাসনকেও পর্যটনের পরিকাঠামো উন্নয়নে জোর দিতে হবে।’’

আরও পড়ুন