গোলের পর উচ্ছ্বাস বার্সেলোনার রাফিনহার। ছবি: রয়টার্স।
পিছিয়ে পড়লেও এখনও লড়াই ছাড়েনি বার্সেলোনা। লা লিগায় বড় জয় পেয়েছে তারা। ভ্যালেন্সিয়াকে ৭-১ গোলে হারাল বার্সা। এই জয়ের ফলে লা লিগার লড়াইয়ে টিকে থাকল হ্যান্সি ফ্লিকের দল।
ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণের ঝড়় তোলে বার্সেলোনা। ৩ মিনিটের মাথায় তাদের এগিয়ে দেন ফ্রেঙ্কি ডি জং। ৮ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান ফেরান টরেস। ১৪ মিনিটে গোল রাফিনহার। যত বার বার্সা আক্রমণ করছিল, মনে হচ্ছিল গোল হবে। ২৪ মিনিটের মাথায় দলের চতুর্থ গোল করেন ফেরমিন লোপেজ়। প্রথমার্ধের সংযুক্তি সময়ে আবার গোল করেন তিনি। প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায় বার্সা। সেখানেই ম্যাচের ভবিষ্যৎ ঠিক হয়ে গিয়েছিল।
দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটের মাথায় এক গোল শোধ করেন ভ্যালেন্সিয়ার হুগো ডুরো। তাতে অবশ্য প্রভাব পড়েনি বার্সার খেলায়। ৬৬ মিনিটে গোল করেন রবার্ট লেয়নডস্কি। ৭৫ মিনিটের মাথায় ভ্যালেন্সিয়ার সেসার টারেগা আত্মঘাতী গোল করেন। আর গোল হয়নি। শেষ পর্যন্ত ৭-১ গোলে জিতে মাঠ ছাড়ে বার্সা।
লা লিগার চলতি মরসুমের শুরু থেকে তরতর করে এগিয়ে চলছিল বার্সেলোনা। একের পর এক সহজেই জিতছিল তারা। কিন্তু মরসুমের মাঝপথে হোঁচট খেয়েছে দল। শেষ ন’টি ম্যাচের মধ্যে মাত্র দু’টি জিতেছে তারা। আপাতত ২১ ম্যাচে ৪২ পয়েন্ট বার্সেলোনার। প্রথম স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২১ ম্যাচে ৪৯। অর্থাৎ, ৭ পয়েন্টে পিছিয়ে রয়েছে বার্সা। কিন্তু এখনও হাল ছাড়েনি ফ্লিকের দল। লিগে এখনও ১৭টি ম্যাচ বাকি। ছবিটা আবার বদলাতে চাইছেন রাফিনহারা।