Australian Open 2025

অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নাগালের, দ্বিতীয় রাউন্ডে সাবালেঙ্কা, জ়েরেভরা

গত বার দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন। সে বার প্রথম রাউন্ডে অ্যালেক্সান্ডার বুবলিককে হারিয়ে দিয়েছিলেন নাগাল। কিন্তু এ বারে টমাস মাচাচকে হারাতে পারলেন না তিনি। ৩-৬, ১-৬, ৫-৭ গেমে হেরে গেলেন নাগাল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ২১:২৭
Sumit Nagal

সুমিত নাগাল। —ফাইল চিত্র।

ভারতীয় টেনিস খেলোয়াড় সুমিত নাগালের বিদায়। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড থেকেই নিলেন তিনি। গত বার দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন। সে বার প্রথম রাউন্ডে অ্যালেক্সান্ডার বুবলিককে হারিয়ে দিয়েছিলেন নাগাল। কিন্তু এ বারে টমাস মাচাচকে হারাতে পারলেন না তিনি। ৩-৬, ১-৬, ৫-৭ গেমে হেরে গেলেন নাগাল।

Advertisement

বিশ্ব ক্রমতালিকায় নাগাল ৯১ নম্বরে রয়েছেন। চেকিয়া টেনিস খেলোয়াড় মাচাচ সেখানে ২৫ নম্বর। অস্ট্রেলিয়ান ওপেনে তিনি গত বছর তৃতীয় রাউন্ডে পৌঁছেছিলেন। সেটাই তাঁর এই গ্র্যান্ড স্ল্যামে শ্রেষ্ঠ সাফল্য। সেই মাচাচের বিরুদ্ধে স্ট্রেট সেটে হেরে গেলেন নাগাল। ওপেনিং সেটেই ডবল ফল্ট করেন তিনি। প্রথম দুই সেটে নাগালকে দাঁড়াতেই দেননি মাচাচ। তৃতীয় সেটে লড়াইয়ে ফেরেন ভারতীয় টেনিস খেলোয়াড়। ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু জিততে পারেননি। ফলে স্ট্রেট সেটেই হেরে যান নাগাল।

অন্য ম্যাচে, প্রথম রাউন্ডে অ্যালেক্সান্ডার জ়েরেভ হারিয়ে দেন লুকাস পৌলেকে। স্ট্রেট সেটে জিতেছেন জার্মানির জ়েরেভ। ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে জিতেছেন তিনি। ছেলেদের সিঙ্গলসে প্রথম রাউন্ডে জিতেছেন ক্যাসপার রুড, কুইন্টন হ্যালিস, রেইলি ওপেলকা, উগো হ্যামবার্ট, পেদ্রো মার্তিনেস, জিরি লেহেকা, হ্যাডি হাবিব, কেই নিশিকোরি, আর্থার ফিলস এবং হুগো গাস্টন।

মেয়েদের সিঙ্গলসে জিতেছেন এরিনা সাবালেঙ্কা। মেয়েদের সিঙ্গলসে তিনিই এখন এক নম্বর। এ বারের অস্ট্রেলিয়ান ওপেনে শীর্ষ বাছাইও তিনিই। গত দু’বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন সাবালেঙ্কা। এই বছর জিতলে হ্যাটট্রিক হবে তাঁর। প্রথম রাউন্ডে জিততে কোনও অসুবিধাই হয়নি সাবালেঙ্কার। আমেরিকার স্লোয়ানে স্টিফেন্সকে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে দেন তিনি। মেয়েদের সিঙ্গলসে প্রথম রাউন্ডে জিতেছেন পাওলা বাদোসাও। তিনিও স্ট্রেট সেটে জিতেছেন।

Advertisement
আরও পড়ুন