umpire

Women’s World Cup 2022: মহিলা বিশ্বকাপে ওয়াইড, নো ছাড়াই এক ওভারে সাত বল করলেন পাকিস্তানের বোলার, কী করে

ওভার চলাকালীন বলের সংখ্যা গুনতেই ভুলে গেলেন আম্পায়ার। যার জেরে একটি ওভারে ছ’টির বদলে সাত বল করে ফেললেন বোলার।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ মার্চ ২০২২ ১৮:০৫
ভুল করলেন আম্পায়ার

ভুল করলেন আম্পায়ার

ওভার চলাকালীন বলের সংখ্যা গুনতেই ভুলে গেলেন আম্পায়ার। যার জেরে একটি ওভারে ছ’টির বদলে সাত বল করে ফেললেন বোলার। অভূতপূর্ব এই ঘটনা ঘটেছে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান ম্যাচে।

উল্লেখযোগ্য ব্যাপার, এই ওভারে কোনও নো বল বা ওয়াইড হয়নি। সাতটি ডেলিভারিই ছিল বৈধ। কিন্তু আম্পায়ারের ভুলের কারণেই একটি অতিরিক্ত বল করে ফেলেন পাকিস্তানের জোরে বোলার। তবে এখনও পর্যন্ত ওই ঘটনা নিয়ে মুখ খোলেনি আইসিসি। আম্পায়ারকে কোনও শাস্তিও দেওয়া হয়নি।

Advertisement

ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২৭তম ওভার চলাকালীন। বল করছিলেন পাকিস্তানের ওমাইমা সোহেল। ব্যাট করছিলেন সুনে লুস এবং লরা উলভার্ট। ওভারের প্রথম পাঁচটি বলে সাত রান হয়। ষষ্ঠ বলে লুসকে ক্যাচ আউট দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু রিভিউ করার পর প্রাণ ফিরে পান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। এখানেই হয় গন্ডগোল। ওমাইমা সেই ওভারে আরও একটি বল করেন, যেটি লং-অনে ঠেলে দিয়ে এক রান নেন লুস।

ম্যাচটিতে মাত্র ৬ রানে হেরে যায় পাকিস্তান। তবে ওমাইমার সপ্তম বলে হওয়া রানটি না হলে হারের ব্যবধান আর এক রান কম হত।

Advertisement
আরও পড়ুন