রোহিত শর্মা। —ফাইল চিত্র।
ব্রিসবেন টেস্টে রোহিত শর্মাদের মুখরক্ষা করেছিল আবহাওয়া। বৃষ্টির জন্য ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের অধিকাংশ সময়ই নষ্ট হয়েছিল। মেলবোর্নের আবহাওয়া আগামী পাঁচ দিন কেমন থাকবে, তা নিয়ে আগ্রহ রয়েছে ক্রিকেটপ্রেমীদের। কারণ বর্ডার-গাওস্কর ট্রফির এই টেস্টের ফলাফলের উপর অনেকটাই নির্ভর করবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রোহিত শর্মাদের খেলা।
বৃহস্পতিবার থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। সে দিন মেলবোর্নের আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। তবে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহবিদেরা। শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিন দুপুর পর্যন্ত মেঘাচ্ছন্ন থাকবে মেলবোর্ন। পরের দিকে রোদ উঠবে। তবে সকালের দিকে হালকা বৃষ্টি হতে পারে। নয় শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সে দিন। খেলা বিঘ্নিত হতে পারে ম্যাচের তৃতীয় দিন। শনিবার মেঘে ঢাকা থাকবে মেলবোর্নের আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সে দিন। বৃষ্টির সম্ভাবনা ২৪ শতাংশ। ম্যাচের চতুর্থ দিন অর্থাৎ আগামী রবিবারও মেলবোর্ন থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। সে দিনও সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহবিদদের অনুমান অনুযায়ী, সে দিন বৃষ্টির সম্ভাবনা চার শতাংশ। ৩০ ডিসেম্বর, সোমবার ম্যাচের শেষ দিন। সে দিনও মেলবোর্নের আকাশ থাকবে মেঘ ভর্তি। হতে পারে বৃষ্টিও। যদিও খেলা নাও বিঘ্নিত হতে পারে। সম্ভাবনা পাঁচ শতাংশ।
সব মিলিয়ে ম্যাচের তৃতীয় দিন ছাড়া ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের খেলা নির্বিঘ্নেই হবে বলে মনে করা হচ্ছে। যে কোনও সময় আবহাওয়ার কিছুটা পরিবর্তন হওয়ার সুযোগ থাকেই। তবু দু’দলই মনে করছে মেলবোর্নের ২২ গজে ফলাফল হবে। সাজঘরে বসে কাটাতে হবে না ক্রিকেটারদের। ক্রিকেটপ্রেমীরাও উপভোগ করতে পারবেন ভারত-অস্ট্রেলিয়ার লাল বলের লড়াই।