জল পড়ে ভিজে গেল বিছানা। দ্রুত কী ভাবে শুকিয়ে নেবেন? ছবি: সংগৃহীত।
খাটে বসে সাইড টেবিল থেকে জলের গ্লাসটা তুলতেই আদরের পোষ্য গায়ে ঝাঁপিয়ে পড়ল। তার আদরের ঠেলায় গ্লাসের অর্ধেক জল গিয়ে বিছানায়। শীতের দিনে ওই খাটেই শুতে হবে। এখন উপায়?
বাড়িতে খুদে থাকলে বা অসাবধানতাবশত বড়দের হাত থেকেও জল, চা বা কফি বিছানায় পড়তে পারে। এতে এক দিকে যেমন ফোমের ম্যাট্রেস বা গদি নষ্ট হতে পারে তেমনই দ্রুত জল শুকিয়ে না নিলে শোয়ার সমস্যা হবেই। এ ক্ষেত্রে কি করণীয়?
১. প্রথমেই ভিজে বিছানার চাদর তুলে ফেলুন। তার পর খবরের কাগজ বা মাইক্রোফাইবার তোয়ালে দিয়ে যতটা সম্ভব জল শুকিয়ে নেওয়ার চেষ্টা করুন।
২. চুল শুকোনোর যন্ত্র ‘হেয়ার ড্রায়ার’ দিয়ে গদি শুকিয়ে নিতে পারেন। পুরোপুরি না শুকোলেও, কিছুটা শুকিয়ে যাবে।
৩. তবে অনেক ধরনের ম্যাট্রেস বা গদি অতিরিক্ত তাপে নষ্ট হতে পারে। সে ক্ষেত্রে ড্রায়ার একটু দূর থেকে ব্যবহার করাই ভাল। না হলে পাখা জোরে চালিয়ে দিতে পারেন। এতেও কিছুটা লাভ হবে।
৪.গদির ভিজে অংশে বেকিং সোডা ছড়িয়ে মিনিট ৫-১০ রেখে ভ্যাকিউম ক্লিনার বা কাপড় দিয়ে ঝেড়ে নিন। বেকিং সোডা ভিজে ভাব শুকোতে সাহায্য করবে।
৫. গদির উপরে পাতলা কাপড় রেখে উপর থেকে ইস্ত্রি চালিয়ে দিতে পারেন। এতেও বিছানা দ্রুত শুকিয়ে যাবে। তবে যে ম্যাট্রেস গরমে ক্ষতিগ্রস্ত হতে পারে, সেটির জন্য এই নিয়ম প্রযোজ্য নয়।