BGT 2024-25

অশ্বিনের অবসরে কমেছে বিকল্প, ‘বক্সিং ডে’ টেস্টে কেমন হতে পারে রোহিতদের প্রথম একাদশ

ব্রিসবেনে হার বাঁচানোর পর ভারতীয় দলের কাছে ‘বক্সিং ডে’ টেস্টের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। অশ্বিন অবসর নেওয়ায় গম্ভীর-রোহিতদের হাতে কমেছে বিকল্প।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ০৯:০৮
picture of Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

বর্ডার-গাওস্কর ট্রফির চতুর্থ টেস্ট শুরু হবে বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর। মেলবোর্নে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। ব্রিসবেনের প্রথম একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম হলেও একটি জায়গা নিয়ে কিছুটা চিন্তিত ভারতীয় শিবির।

Advertisement

বিরাট কোহলি, রোহিত শর্মা রান পাচ্ছেন না। শুভমন গিল, ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়ালেরাও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছেন না। তবু ভারতের ব্যাটিং অর্ডারে পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। তিন ম্যাচের পর ফলাফল ১-১। টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আর কোনও ম্যাচ হারলে চলবে না রোহিতদের। এই পরিস্থিতিতে ব্যাটিং অর্ডার নিয়ে নতুন পরীক্ষায় যেতে চাইছেন না গৌতম গম্ভীর। দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ।

টপ অর্ডার

ওপেনিং জুটি সম্ভবত মেলবোর্নেও পরিবর্তন করবে না ভারত। যশস্বীর সঙ্গে লোকেশ রাহুলই শুরু করবেন ইনিংস। তিন নম্বরে ব্যাট করবেন শুভমন। টপ অর্ডারে পরিবর্তনের সম্ভাবনা নেই। ফর্মে না-থাকা রোহিতকে শুরুতে নামিয়ে দলের উপর বাড়তি চাপ তৈরি হোক, চাইবেন না গম্ভীর।

মিডল অর্ডার

ভারতের ব্যাটিং অর্ডারের চার নম্বরের পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। নিজের জায়গায় খেলবেন বিরাট কোহলি। আগের দু’টি টেস্টের মতোই পাঁচ নম্বরে ব্যাট করবেন পন্থ। তাঁর পর ছ’নম্বরে ব্যাট করতে আসবেন অধিনায়ক রোহিত। অনুশীলনে রোহিত বাঁ হাঁটুতে চোট পেলেও চিন্তার কিছু নেই বলে জানিয়েছে ভারতীয় শিবির। অর্থাৎ, ভারতীয় দলের মিডল অর্ডারেও পরিবর্তনের সম্ভাবনা নেই।

লোয়ার মিডল অর্ডার

ব্যাটিং অর্ডারের সাত এবং আট নম্বরে দেখা যেতে পারে দুই অলরাউন্ডারকে। খেলার সম্ভাবনা বেশি নীতীশ কুমার রেড্ডি এবং রবীন্দ্র জাডেজাকে। এই ম্যাচেও সম্ভবত সাজঘরে থাকতে হবে ওয়াশিংটন সুন্দরকে। তৃতীয় টেস্টের পর রবিচন্দ্রন অশ্বিন অবসর নেওয়ায় লড়াই কিছুটা কমেছে। ব্রিসবেনে চাপের মুখে জাডেজার ব্যাটিং এগিয়ে রাখবে তাঁকে।

জোরে বোলার

ব্যাটিং অর্ডারের শেষ তিনটি জায়গা জোরে বোলারদের। এই জায়গায় পরিবর্তনের সম্ভাবনা কম। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজের খেলা নিশ্চিত। খেলবেন বাংলার আকাশ দীপও। ব্রিসবেনে প্রথম খেললেও তাঁর পারফরম্যান্সে খুশি গম্ভীর। আকাশের বোলিংয়ের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথও। তা ছাড়া ব্রিসবেনে আকাশের ব্যাটেই বেঁচে ছিল ফলো-অন। তাই হর্ষিত রানা বা প্রসিদ্ধ কৃষ্ণের পক্ষে প্রথম একাদশে জায়গা পাওয়া কঠিন। সিরাজ সেরা ফর্মে না থাকলেও তাঁর উপর আস্থা রয়েছে রোহিতদের। পরিবর্ত হিসাবে প্রসিদ্ধের নাম নিয়ে আলোচনা হলেও তাঁর খেলার সম্ভাবনা কম। আকাশ ব্যাট করতে নামবেন ন’নম্বরে। ব্যাটিং অর্ডারের ১০ এবং ১১ নম্বরে থাকবেন সিরাজ এবং বুমরা।

মেলবোর্নে ভারতের সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাডেজা, আকাশ দীপ, মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরা।

Advertisement
আরও পড়ুন