আম্পায়ারকে পেশি দেখাচ্ছেন রোহিত। ছবি: টুইটার।
বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে শনিবার ৬৩ বলে ৮৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন রোহিত শর্মা। ব্যাট করতে গিয়ে এক বারও সমস্যায় পড়তে হয়নি তাঁকে। গোটা ইনিংসে ছ’টি চার এবং ছ’টি ছয় মেরেছেন তিনি। অর্ধশতরান করার পর হঠাৎই আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় ভারতের অধিনায়ককে। তিনি জার্সি তুলে হাতের বাইসেপ্স দেখাতে থাকেন। সেই সময় কী কথাবার্তা হয়েছিল তা ম্যাচের পর খোলসা করেছেন রোহিত।
রোহিত একের পর এক ছক্কা মেরেছেন পাকিস্তান বোলারদের। শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ কেউ ছাড় পাননি। বিরাট বিরাট ছক্কা গিয়ে পড়েছে আমদাবাদের গ্যালারিতে। রোহিতের এ রকম প্রহার দেখে অবাক হয়ে গিয়েছিলেন আম্পায়ার মারাইস ইরাসমাস। রোহিতের অর্ধশতরানের পর তিনি কিছু জিজ্ঞাসা করেন।
সেই উত্তর দিতে গিয়ে হার্দিক পাণ্ড্যের সঙ্গে এক কথোপকথনে রোহিত বলেছেন, “সে রকম কিছু কথা হয়নি। আম্পায়ার আমাকে জিজ্ঞাসা করছিল কী ভাবে এত জোরে জোরে ছক্কা মারছি। আমার ব্যাটে নিশ্চয়ই কিছু রয়েছে। আমি হেসে বললাম, ব্যাটে কিছুই নেই। গায়ের জোর রয়েছে বলেই ছয় মারতে পারছি।”
নিজের ইনিংস নিয়েও কথা বলেছেন রোহিত। তাঁর মন্তব্য, “নিজের মতো করে শট খেলতে চেয়েছিলাম। গত দু’বছর ধরে এ ভাবেই ব্যাট করার চেষ্টা করে চলেছি। পিচও শট খেলার পক্ষে ভাল ছিল। তাই সেটার ফায়দা তুলতে চেয়েছিলাম। শতরান হাতছাড়া হওয়ার জন্যে একটু খারাপ লাগছে।”