টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। — ফাইল চিত্র।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল প্রধান আয়োজক ওয়েস্ট ইন্ডিজ়। রভম্যান পাওয়েলের নেতৃত্বে শক্তিশালী দল ঘোষণা করেছেন ওয়েস্ট ইন্ডিজ়ের নির্বাচকেরা। দলে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার আন্দ্রে রাসেলও।
সাদা বলের ক্রিকেটের দলে প্রথম বার নেওয়া হল শামার জোসেফকে। আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন জোসেফ। ইডেন গার্ডেন্সে গত ১৪ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪ ওভার বল করে ৪৭ রান দিয়েছিলেন তিনি। কোনও উইকেট পাননি। এর আগে ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টি টেস্ট খেলেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে দু’টি টেস্ট খেলে ১৩টি উইকেট নিয়ে নজরকাড়া জোরে বোলারকে এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও রাখল ওয়েস্ট ইন্ডিজ়।
দলে রয়েছেন সাদা বলের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ়ের প্রায় সব পরিচিত মুখই। রয়েছেন ভাল ফর্মে থাকা কেকেআর অলরাউন্ডার রাসেলও। আইপিএল খেলতে ব্যস্ত নিকোলাস পুরান, শিমরন হেটমেয়ার, সাই হোপ, রোমারিয়ো শেফার্ডেরাও সুযোগ পেয়েছেন বিশ্বকাপের দলে।
ওয়েস্ট ইন্ডিজ় রয়েছে বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনি, আফগানিস্তান, উগান্ডা এবং নিউ জ়িল্যান্ড। পাওয়েলদের প্রথম ম্যাচ ২ জুন পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ় দল: রভম্যান পাওয়েল (অধিনায়ক), আন্দ্রে রাসেল, নিকোসাল পুরান, শিমরন হেটমেয়ার, আলজ়ারি জোসেফ (সহ-অধিনায়ক), জনসন চার্লস, রোস্টন চেজ, জেসন হোল্ডার, সাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মইতি, শেরফেন রাদারফোর্ড, রোমারিয়ো শেফার্ড।