BGT 2024-25

হার্দিকের জুতোয় পা গলিয়ে শতরান, নীতীশকে দেখে অবাক পাণ্ড্য, কী বললেন অলরাউন্ডার

ভারতের টেস্ট দলে এক সিরিজ়েই নিজের জায়গা পাকা করে নিয়েছেন নীতীশ রেড্ডি। তাঁকে দেখে অবাক হয়ে যাচ্ছেন হার্দিক পাণ্ড্য। সতীর্থকে কী বার্তা দিলেন ভারতীয় অলরাউন্ডার?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৭
cricket

(বাঁ দিকে) হার্দিক পাণ্ড্য ও নীতীশ রেড্ডি (ডান দিকে)। —ফাইল চিত্র।

একটা সময় ভারতের হয়ে তিন ফরম্যাটেই পেসার-অলরাউন্ডারের জায়গা পাকা করে ফেলেছিলেন হার্দিক পাণ্ড্য। কিন্তু চোট তাঁর টেস্ট কেরিয়ার থামিয়ে দিয়েছে। সেই জায়গায় উঠে এসেছেন নীতীশ রেড্ডি। ভারতের টেস্ট দলে এক সিরিজ়েই নিজের জায়গা পাকা করে নিয়েছেন তিনি। হার্দিকের জুতোয় পা গলিয়ে নজর কেড়েছেন। তাঁকে দেখে অবাক হয়ে যাচ্ছেন হার্দিক। সতীর্থকে কী বার্তা দিলেন ভারতীয় অলরাউন্ডার?

Advertisement

নীতীশের ইনিংসের পর হার্দিক সমাজমাধ্যমে লেখেন, “অবিশ্বাস্য ইনিংস। মাঠে নেমে সাহস দেখিয়েছে নীতীশ। পরিবারের সামনে এই শতরানের আনন্দ আলাদা। দুর্দান্ত প্রতিভা। ওর জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। আশা করছি সামনের দিনে ও আরও ভাল খেলবে।”

২০১৭ সালে ভারতের টেস্ট দলে অভিষেক হয় হার্দিকের। ২০১৮ সালে ইংল্যান্ড সফরে খেলেন তিনি। কিন্তু তার পরেই চোট পান হার্দিক। পিঠের চোটের জন্য লম্বা ফরম্যাটে খেলতে সমস্যায় পড়েন তিনি। ২০২০-২১ মরসুমে ভারতের টেস্ট দলে ফিরলেও প্রথম একাদশে খেলার সুযোগ পাননি হার্দিক। ২০১৮ সালের ডিসেম্বর মাসের পর থেকে আর লাল বলের ক্রিকেট খেলতে দেখা যায়নি তাঁকে।

হার্দিক চোট পাওয়ার পরে ভারতের টেস্ট দলে পেসার-অলরাউন্ডারের অভাব ছিল। সেই অভাব পূর্ণ করেছেন নীতীশ। নিজের প্রথম টেস্ট সিরিজ়ে অস্ট্রেলিয়ার মাটিতে ছ’টি ইনিংসে ২৯৩ রান করেছেন তিনি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক রান তাঁর। পাশাপাশি বল হাতেও নিয়েছেন তিনটি উইকেট। মেলবোর্নে ভারত যে এখনও লড়াইয়ে রয়েছে তার কারণ নীতীশ। ১১৪ রান করে দলকে ম্যাচে ফিরিয়েছেন তিনি। আর তাই নীতীশকে নিয়ে উচ্ছ্বসিত হার্দিক।

Advertisement
আরও পড়ুন