VVS Laxman

দ্রাবিড়ের জুতোয় পা গলিয়ে নির্বাচকদের কড়া চ্যালেঞ্জের সামনে ফেলে দিলেন লক্ষ্মণ! কী ভাবে

রোহিত শর্মাদের নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছেন দ্রাবিড়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজে ভারতের কোচ লক্ষ্মণ। দলের দায়িত্ব নিয়ে নির্বাচকদের চ্যালেঞ্জের মুখে ফেলেছেন তিনি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২২ ১৬:৩৭
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে ভারতের কোচ লক্ষ্মণ।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে ভারতের কোচ লক্ষ্মণ। —ফাইল চিত্র

রাহুল দ্রাবিড়ের পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব সামলাচ্ছেন তিনিও। দ্রাবিড় যখন রোহিত শর্মা, বিরাট কোহলিদের নিয়ে ব্যস্ত, তখন শিখর ধাওয়ানদের কোচিং করাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ। ফলে একই সময়ে দু’টি সিরিজ় খেলতে সমস্যা হচ্ছে না ভারতের। দ্রাবিড়ের জুতোয় পা গলিয়ে অবশ্য নির্বাচকদের কড়া চ্যালেঞ্জের সামনে ফেলে দিয়েছেন লক্ষ্মণ। তাঁর মতে, ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের দল নির্বাচন করতে সমস্যায় পড়বেন নির্বাচকরা।

লক্ষ্মণের কোচিংয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলতে নেমেছে ভারত। লখনউয়ে প্রথম ম্যাচের আগে লক্ষ্মণ বলেন, ‘‘আমাদের রিজ়ার্ভ বেঞ্চ খুব শক্তিশালী। প্রত্যেকে নজর কাড়ার চেষ্টা করছে। সবাই নিজের সেরাটা দিচ্ছে। বিশেষ করে ব্যাটিং অর্ডারে একের পর এক দুর্দান্ত ব্যাটার রয়েছে। কাকে বাদ দিয়ে কাকে খেলাব, সেটা ঠিক করা কঠিন কাজ। ২০২৩ সালের বিশ্বকাপের দল নির্বাচন করতে গিয়ে নির্বাচকরা সমস্যায় পড়বেন।’’

Advertisement

লক্ষ্মণের মতে, এক দিনের বিশ্বকাপের আগে নির্বাচকদের নজরে পড়ার সুযোগ রয়েছে শু‌ভমন গিল, ঈশান কিশনদের কাছে। এই সুযোগ বার বার আসবে না বলেই মনে করেন তিনি। লক্ষ্মণ বলেন, ‘‘এখন প্রথম দলের ক্রিকেটাররা নেই। তাই বাকিদের কাছে সুযোগ রয়েছে ভাল খেলার। এই সুযোগ কিন্তু বার বার আসবে না। সেটা এই ক্রিকেটাররা ভাল করেই জানে।’’

দ্রাবিড়ের অবর্তমানে দায়িত্ব নিলেও তিনি শুধুই ভারতীয় কোচকে সাহায্য করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন লক্ষ্মণ। তিনি বলেন, ‘‘আয়ারল্যান্ড সিরিজ় থেকে দায়িত্ব নেওয়া শুরু করেছি। দ্রাবিড় ভারতীয় দল নিয়ে এত ব্যস্ত যে ওকে সাহায্য করা প্রয়োজন। সেই কাজটাই করছি। এখনও পর্যন্ত এই দায়িত্ব বেশ ভাল লাগছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement