Ranji Trophy 2024-25

ইঞ্জেকশন নিতে হচ্ছে কোহলিকে, ঘাড়ে ব্যথা, রঞ্জি খেলা নিয়ে নতুন সংশয়

অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর ঘাড়ে ব্যথা হয়েছে কোহলির। তাঁকে ইঞ্জেকশন নিতে হচ্ছে। স্বভাবতই সৌরাষ্ট্রের বিরুদ্ধে তাঁর দিল্লির হয়ে খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৪:২৯
picture of virat kohli

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

বিরাট কোহলির রঞ্জি ট্রফি খেলা নিয়ে তৈরি হল সংশয়। সৌরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচের আগে রাজকোটে দিল্লির শিবিরে যোগ দেওয়ার কথা ছিল কোহলির। তা-ও অনিশ্চিত। দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) জানিয়েছে, কোহলির ঘাড়ে ব্যথা রয়েছে। ব্যথা না কমলে তিনি সম্ভবত রঞ্জি ট্রফির ম্যাচ খেলবেন না।

Advertisement

বর্ডার-গাওস্কর ট্রফিতে ব্যর্থতায় কড়া অবস্থান নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতীয় দলের সব ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দিয়েছে বিসিসিআই। সেই মতো শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থেরা নিজেদের রাজ্যের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলার কথা জানিয়েছেন। কোহলি প্রকাশ্যে কিছু না বললেও, দিল্লির ক্রিকেট সংস্থার কর্তাদের ইতিবাচক বার্তা দিয়েছেন। তাঁকে প্রাথমিক দলেও রাখা হয়েছে। তার পরই প্রকাশ্যে এল তাঁর চোটের খবর। উল্লেখ্য, আগামী ২৩ জানুয়ারি থেকে শুরু হবে দিল্লি-সৌরাষ্ট্র রঞ্জি ম্যাচ।

ডিডিসিএর এক কর্তা জানিয়েছেন, ‘‘কোহলির ঘাড়ে ব্যথা রয়েছে। ওকে ইঞ্জেকশন নিতে হচ্ছে। রঞ্জি ট্রফির আগামী ম্যাচটা হয়তো কোহলি খেলতে পারবে না। তবে বিষয়টা এখনও পরিষ্কার নয়। দিল্লির নির্বাচকেরা সরকারি ভাবে জানানোর পর বোঝা যাবে।’’ কোহলির চোট কতটা গুরুতর, তা জানায়নি ডিডিসিএ। জানা যায়নি কী ভাবে তিনি চোট পেয়েছেন সে কথাও।

খেলা শুরুর আগে কয়েক দিন সময় থাকায় এখনই অবশ্য আশা ছাড়ছেন না ডিডিসিএ কর্তারা। তাঁরা মনে করছেন, ঘাড়ের ব্যথা দু’-তিন দিনের মধ্যে কমে গেলে দিল্লির হয়ে মাঠে নামবেন কোহলি। তেমন হলে দলের সঙ্গে সরাসরি রাজকোটে যোগ দিতে পারেন। কোহলি না খেলার কথা বলেননি। শুধু সমস্যার কথা জানিয়েছেন নির্বাচকেদের। শুক্রবার বিকেলে এই ম্যাচের জন্য চূড়ান্ত দল ঘোষণার কথা। নির্বাচনী বৈঠকে থাকবেন কোচ শরণদীপ সিংহও। তার আগে কোহলির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন দিল্লির নির্বাচকেরা।

দিল্লির ক্রিকেটারেরা ২০ জানুয়ারি রাজকোটে যাবেন। ম্যাচের আগে দু’দিন সেখানে অনুশীলন করবেন। খেলতে পারলে কোহলিও সেই দু’দিন অনুশীলন করবেন পন্থ, যশ ঢুলদের সঙ্গে।

Advertisement
আরও পড়ুন