Virat Kohli

Virat Kohli: প্রথম বার প্রকাশ্যে ভামিকা, কোহলীর অর্ধশতরানের পরেই অনুষ্কার কোলে মেয়েকে ধরল ক্যামেরা

রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে কোহলী অর্ধশতরান পূরণ করার পরেই এই দৃশ্য দেখা যায়।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২২ ২০:৫৭
কোহলীর মেয়ের ছবি প্রকাশ্যে।

কোহলীর মেয়ের ছবি প্রকাশ্যে। ফাইল ছবি

প্রথম বার প্রকাশ্যে দেখা গেল বিরাট কোহলীর মেয়ে ভামিকাকে। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে কোহলী অর্ধশতরান পূরণ করার পরেই তাকে দেখা যায়। গ্যালারিতে কোহলীর স্ত্রী অনুষ্কা শর্মার কোলে ছিল মেয়ে।

ভারতের ইনিংসের ২৫তম ওভারের পঞ্চম বলে অ্যান্ডিল ফেলুকায়োকে ড্রাইভ করে ৬৩ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন কোহলী। এর পরেই গ্যালারির দিকে তাকিয়ে ব্যাট তুলে কিছু একটা ইশারা করতে থাকেন। ক্যামেরা তখন ধরে গ্যালারিতে বসে থাকা অনুষ্কাকে। তাঁর কোলেই ছিল ভামিকা। মেয়েকে চুমু খেয়ে কোহলীর দিকে আঙুল দেখিয়ে তিনি বলতে থাকেন, “দেখো পাপা, পাপা।”

Advertisement
অনুষ্কার কোলে ভামিকা।

অনুষ্কার কোলে ভামিকা। ছবি টুইটার

এর আগে এত স্পষ্ট ভাবে ভামিকাকে প্রকাশ্যে আসতে দেখা যায়নি। দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার আগে কিছু সংবাদমাধ্যম অনুষ্কার কোলে থাকা ভামিকার ছবি তোলার চেষ্টা করেছিল। কিন্তু কোহলী এবং অনুষ্কা দু’জনেই নেটমাধ্যমে বিবৃতি জারি করে সাংবাদিকদের অনুরোধ করেছিলেন ছবি প্রকাশ্যে না আনতে।

Advertisement
আরও পড়ুন