IPL 2024

ব্যক্তিগত বিরতি শেষ, ক্রিকেটে ফিরছেন কোহলি, কবে যোগ দেবেন বেঙ্গালুরুর প্রস্তুতি শিবিরে?

ছেলের জন্মের পর এখনও অনুশীলন শুরু করেননি কোহলি। তাই তাঁর আইপিএল খেলা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। আরসিবি কর্তৃপক্ষকে আইপিএল খেলার কথা জানিয়েছেন কোহলি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১২ মার্চ ২০২৪ ১৮:৪৯
picture of virat kohli

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রী অনুষ্কা শর্মার পাশে থাকার জন্য ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি টেস্টের দল ঘোষণা পর সরে দাঁড়িয়েছিলেন তিনি। বিরতির পর আবার ক্রিকেটে ফিরছেন কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলবেন আইপিএল।

Advertisement

আইপিএলের বাকি আর ১০ দিন। সব ফ্র্যাঞ্চাইজ়ির মতো প্রস্তুতি শিবির শুরু হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরেরও। সেই শিবিরে যোগ দিতে চলেছেন কোহলি। ফ্র্যাঞ্চাইজ়ি কর্তৃপক্ষকে তিনি জানিয়েছেন, প্রতিযোগিতার শুরু থেকেই তাঁকে পাওয়া যাবে। বেশ কিছু দিন ক্রিকেটের বাইরে থাকা কোহলি প্রস্তুতি শিবিরকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কর্তৃপক্ষ।

কবে বেঙ্গালুরুর শিবিরে যোগ দেবেন কোহলি? নির্দিষ্ট ভাবে তারিখ জানায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী ১৭ মার্চের মধ্যে প্রস্তুতি শিবিরে যোগ দেবেন কোহলি। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ১৯ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের একটি অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানেও থাকবেন প্রাক্তন অধিনায়ক।

আইপিএল শুরু হবে আগামী ২২ মার্চ। প্রথম ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেই ম্যাচে তাঁর খেলা এখনও নিশ্চিত নয়। কারণ দীর্ঘ দিন ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। অনুশীলনও করেননি। তাই মাঠে নামার আগে কয়েক দিন অনুশীলন করতে চান কোহলি। নেটে সব ঠিক থাকলে প্রথম ম্যাচেই খেলবেন তিনি।

মঙ্গলবার বেঙ্গালুরুর প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। বাকি ক্রিকেটারেরাও যোগ দিয়েছেন। কোহলিও আগামী রবিবারের মধ্যে চলে আসবেন। অর্থাৎ প্রথম ম্যাচের আগে অন্তত পাঁচ দিন পুরো দল এক সঙ্গে অনুশীলন করতে পারবে। আইপিএলের পর রয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই প্রতিযোগিতায় ভারতীয় দলের হয়ে তিন নম্বরে ব্যাট করবেন কোহলি। তাই আইপিএলে তাঁকে তিন নম্বরে খেলানোর কথাই ভেবেছেন বেঙ্গালুরু কর্তৃপক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement