প্রস্তুতি ম্যাচে রান পেয়েছেন কোহলী ছবি: টুইটার
আর তর সইছে না বিরাট কোহলীর। বার্মিংহ্যামে নামতে মুখিয়ে রয়েছেন তিনি। লেস্টারশায়ারের বিরুদ্ধে ভারতের প্রস্তুতি ম্যাচ এখনও শেষ হয়নি। তার মধ্যেই টুইট করেছেন কোহলী। লিখেছেন, ‘ধন্যবাদ লেস্টার। বার্মিংহ্যামের অপেক্ষায়।’
প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে ৩৩ রান করেছেন কোহলী। চারটি চার ও একটি ছক্কা মেরেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ৩৩ রানের মাথায় রোমান ওয়াকারের একটি ভিতরের দিকে ঢুকে আসা বল প্যাডে লাগায় তাঁকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। এই সিদ্ধান্তে খুশি হতে পারেননি কোহলী।
Thank you Leicester ✌️Birmingham awaits ⏳ pic.twitter.com/OC8u6xjECx
— Virat Kohli (@imVkohli) June 26, 2022
দ্বিতীয় ইনিংসে সাত নম্বরে ব্যাট করতে নামেন কোহলী। ছন্দে ছিলেন তিনি। পাঁচটি চার ও দু’টি ছক্কার সাহায্যে অর্ধশতরান করেন। ৬৭ রান করে যশপ্রীত বুমরার বলে আউট হন তিনি।
২০১৯ সালের অক্টোবর মাসের পর থেকে শতরান নেই কোহলীর ব্যাটে। কয়েকটি অর্ধশতরান করলেও তিন অঙ্কের রানে পৌঁছতে পারেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহ্যামে রানের খরা কাটাতে চাইছেন কোহলী। মাঠে নামতে আর তর সইছে না তাঁর।