India Cricket

ডিজিটালেই মন দর্শকদের, ভারত-আয়ারল্যান্ড সিরিজের স্বত্বও অম্বানীর সংস্থার হাতে

টেলিভিশনের থেকে মোবাইলে খেলা দেখছেন অনেক বেশি দর্শক। সেই কারণে ভারত-আয়ারল্যান্ড সিরিজ়ের স্বত্বও গেল মুকেশ অম্বানীর সংস্থা ভায়াকম ১৮-এর হাতে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৩ ১১:২২
jasprit bumrah

যশপ্রীত বুমরা। আয়ারল্যান্ড সিরিজ়ে ভারতের অধিনায়ক তিনি। —ফাইল চিত্র

ভারত-আয়ারল্যান্ড সিরিজ়ের ডিজিটাল স্বত্ব গেল মুকেশ অম্বানীর সংস্থা রিলায়্যান্সের একটি শাখা ভায়াকম ১৮-এর হাতে। অর্থাৎ, ডিজিটাল মাধ্যমে জিয়ো সিনেমাতে দেখা যাবে ভারত-আয়ারল্যান্ড সিরিজ়। টেলিভিশনেও অবশ্য দেখা যাবে খেলা। স্পোর্টস ১৮ চ্যানেলে দেখা যাবে দু’দেশের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়।

Advertisement

ভারত-ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ় টেলিভিশনে দেখা যাচ্ছে ডিডি স্পোর্টস চ্যানেলে। সিরিজ়ের ডিজিটাল স্বত্ব ভায়াকমের হাতেই রয়েছে। অর্থাৎ, জিয়ো সিনেমাতেই দেখা যাচ্ছে এই সিরিজ়। তাতে দেখা গিয়েছে, টেলিভিশনের থেকে অনেক বেশি দর্শক মোবাইলে খেলা দেখছেন। ভারত-ওয়েস্ট ইন্ডিজ় দু’টি টেস্ট দেখেছেন ২২ লক্ষের বেশি দর্শক। ভারত-অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের থেকেও তা বেশি। সেই কারণেই ভারত-আয়ারল্যান্ড সিরিজ়ের স্বত্বও নিয়েছে ভায়াকম ১৮।

মুকেশের সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে, ‘‘জিয়ো সিনেমা অনেক দিন ধরে বিভিন্ন ধরনের খেলার সম্প্রচার করছে। প্রতি দিন দর্শকের সংখ্যা বাড়ছে। এতে আমরা আরও বেশি উদ্বুদ্ধ হচ্ছি। ভারত-আয়ারল্যান্ড সিরিজ়ও জিয়ো সিনেমাতে দেখানো হবে। দর্শকেরা যাতে আরও আনন্দ করে খেলা দেখতে পারেন তার চেষ্টা করছি আমরা।’’

জিয়ো সিনেমাতে শুধু ইংরেজি ও হিন্দি নয়, পঞ্জাবি, ভোজপুরি, বাংলার মতো ভাষাতেও খেলার সম্প্রচার হয়। মাঠের মধ্যে থাকা বিভিন্ন ক্যামেরার মাধ্যমে খেলা দেখা যায়। কোন ক্যামেরায় খেলা দেখবেন তা দর্শকেরা নিজেরাই ঠিক করতে পারেন।

আয়ারল্যান্ড সফরেই ভারতীয় দলে ফিরছেন যশপ্রীত বুমরা। অধিনায়কের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ১৮ অগস্ট দু’দলের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। দ্বিতীয় ম্যাচ হবে ২০ অগস্ট। সিরিজ়ের শেষ ম্যাচ হবে ২৩ অগস্ট।

Advertisement
আরও পড়ুন