ICC World Cup 2023

পাকিস্তান ম্যাচের আগে কোহলিকে বার্তা বোল্টের, কী লিখলেন বিশ্বের দ্রুততম মানব?

কোহলির ব্যাটিংয়ের ভক্ত ক্রিকেটপ্রেমী বোল্ট। ভারত-পাকিস্তান ম্যাচের আগে কোহলিকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের দ্রুততম মানব। ধন্যবাদ জানিয়ে জবাব দিয়েছেন কোহলিও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৩ ১৯:৪৯
picture of Virat Kohli and Usain Bolt

(বাঁ দিকে) বিরাট কোহলি এবং উসেইন বোল্ট। —ফাইল চিত্র।

ভারত-পাকিস্তান ম্যাচের আগে উসেইন বোল্টের শুভেচ্ছাবার্তা পেলেন বিরাট কোহলি। বিশ্বের দ্রুততম মানুষ নিজেও এক সময় অ্যাথলেটিক্সের পাশাপাশি ক্রিকেট খেলতেন। এখনও সময় পেলে ক্রিকেট দেখেন। ওয়েস্ট ইন্ডিজ় এ বারের বিশ্বকাপে না থাকলেও সময় পেলে চোখ রাখছেন টেলিভিশনের পর্দায়। কোহলির ব্যাটিংয়েরও ভক্ত বোল্ট।

Advertisement

আফগানিস্তানের বিরুদ্ধে কোহলির ব্যাটিং দেখেছেন বোল্ট। ভারতের প্রাক্তন অধিনায়কের খেলায় মুগ্ধ বোল্ট সমাজমাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। পাকিস্তান ম্যাচের আগে জামাইকার প্রাক্তন অ্যাথলিট লিখেছেন, ‘‘এই যে কোহলি তোমার ডাইভ দেখেছি। তুমি পিচে দ্রুততম হতে পারো, আমি কিন্তু বাতাসে দ্রুততম। তোমার পরের খেলাও দেখব। ফাটিয়ে দাও।’’

বোল্ট এবং কোহলির ক্রীড়া সরঞ্জাম সরবরাহ করে একই প্রস্তুতকারী সংস্থা। মূলত সেই সংস্থার উদ্যোগেই কোহলিকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেট ভক্ত বোল্ট। বোল্টকে উত্তর দিয়েছেন কোহলিও। তাঁকে ‘পাজি’ (বড় ভাই) বলে সম্বোধন করে কোহলি লিখেছেন, ‘‘কালকের বড় ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছি। অতিরিক্ত কয়েকটা ১০০ মিটার স্প্রিন্ট টেনেছি।’’

বিশ্বকাপে চেনা ফর্মে রয়েছেন কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে প্রবল চাপ সামলে ৮৫ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে করেছেন অপরাজিত ৫৫ রান। শনিবার পাকিস্তানের বিরুদ্ধেও রোহিত শর্মার দলের বড় ভরসা কোহলি।

আরও পড়ুন
Advertisement