Pakistan Super League

আইপিএলের বাতিল বিদেশিদের দিকে নজর পাকিস্তানের, ওয়ার্নারেরা সুযোগ পেতে পারেন পিএসএলে

আগামী বছর আইপিএলের সময়ই হতে পারে পাকিস্তান সুপার লিগ। যে কারণে আইপিএলে দল পাওয়া বিদেশিদের পাবে পাকিস্তানের দলগুলি। যে কারণে আইপিএলের নিলামে অবিক্রিত থাকা ক্রিকেটারদের নেওয়ার জন্য ঝাঁপাতে চলেছে তারা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ ২৩:০৬
David Warner

ডেভিড ওয়ার্নার। —ফাইল চিত্র।

আইপিএলে দল পাননি ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসনের মতো ক্রিকেটারেরা। নিলামে অবিক্রিত থেকে গিয়েছেন তাঁরা। সেই সব ক্রিকেটারদের নেওয়ার জন্য ঝাঁপাতে পারে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দলগুলি। তাঁদের নামই পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে জমা দেওয়া হয়েছে।

Advertisement

আগামী বছর আইপিএলের সময়ই হতে পারে পাকিস্তান সুপার লিগ। যে কারণে আইপিএলে দল পাওয়া বিদেশিদের পাবে পাকিস্তানের দলগুলি। যে কারণে আইপিএলের নিলামে অবিক্রিত থাকা ক্রিকেটারদের নেওয়ার জন্য ঝাঁপাতে চলেছে তারা। আইপিএলে খেললে যে হেতু অনেক বেশি টাকা পাওয়া যায়, তাই একই সময়ে দু’টি লিগ হলে ভারতেই খেলতে চাইবেন বিদেশি ক্রিকেটারেরা। তাই আইপিএলে দল না পাওয়া ক্রিকেটারদের দিকেই নজর পিএসএলের দলগুলির।

আইপিএলে এ বারে অবিক্রিত থেকে গিয়েছেন বেশ কিছু নাম করা ক্রিকেটার। কেউ নিজেদের সেরা ফর্ম পার করে এসেছেন, কেউ আবার এখন ছন্দে নেই। যেমন ওয়ার্নার, উইলিয়ামসন, স্মিথ, আদিল রশিদ, অ্যালেক্স ক্যারে, কেশব মহারাজ, শাই হোপ, ডোনোভান ফেরেরা, ড্যারিল মিচেল, জনি বেয়ারস্টো, আকিল হোসেনের মতো ক্রিকেটারদের কোনও দল কেনেনি। সূত্রের খবর, পিএসএলের দলের মালিকেরা চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই সব ক্রিকেটারদের এজেন্ট এবং বোর্ডের সঙ্গে কথা বলে জেনে নিক আদৌ তাঁদের সুপার লিগে পাওয়া যাবে কি না।

বিসিসিআই-এর মতো পিসিবিও তাদের লিগের ক্রিকেটারদের ড্রাফটিং (এই পদ্ধতির মাধ্যমে দলগুলি ক্রিকেটার বেছে নেয়।) দুবাই অথবা লন্ডনে করার কথা ভাবছে। সেই সঙ্গে আগামী বছর পিএসএল কোন সময় হবে তা-ও ঠিক করতে হবে পাক বোর্ড কর্তাদের। যে সময় সাধারণত পিএসএল হয়, আগামী বছর ওই সময় চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে। তাই হয়তো আইপিএলের সময়ই পিএসএল হবে।

Advertisement
আরও পড়ুন