Asia Cup

ভারত-পাক ম্যাচ ২ সেপ্টেম্বর, এশিয়া কাপের সূচি ঘোষিত

এশিয়া কাপে খেলবে ছ’টি দল। ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান এবং নেপাল। ভারতের দু’টি ম্যাচই শ্রীলঙ্কার ক্যান্ডিতে। পাকিস্তানের প্রথম ম্যাচ মুলতানে। সেই ম্যাচ খেলে শ্রীলঙ্কায় চলে যাবেন বাবরেরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৩ ১৯:০৭
India vs Pakistan

রোহিত শর্মা এবং বাবর আজম। —ফাইল চিত্র।

এশিয়া কাপের সূচি ঘোষণা করা হল। প্রথম ম্যাচেই খেলবে পাকিস্তান। সেই ম্যাচে মুলতানের মাঠে নেপালের বিরুদ্ধে খেলবেন বাবর আজ়মেরা। ভারত-পাকিস্তান ম্যাচ ২ সেপ্টেম্বর। সেই ম্যাচ হবে শ্রীলঙ্কায়। জয় শাহ টুইট করে সূচি ঘোষণা করলেন।

এশিয়া কাপে খেলবে ছ’টি দল। ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান এবং নেপাল। ভারতের দু’টি ম্যাচই শ্রীলঙ্কার ক্যান্ডিতে। ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত, নেপালের বিরুদ্ধে খেলবে ৪ সেপ্টেম্বর। পাকিস্তানের প্রথম ম্যাচ মুলতানে। সেই ম্যাচ খেলে শ্রীলঙ্কায় চলে যাবেন বাবরেরা। সেখানে খেলবেন ভারতের বিরুদ্ধে।

Advertisement

অন্য গ্রুপে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। ৩১ অগস্ট বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেটাই এ বারের এশিয়া কাপে শ্রীলঙ্কার মাটিতে প্রথম ম্যাচ। বাংলাদেশের পরের ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে। লাহোরে ৩ সেপ্টেম্বর হবে সেই ম্যাচ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ৫ সেপ্টেম্বর। শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের সেই ম্যাচ হবে লাহোরে।

গ্রুপ পর্ব থেকে চারটি দল উঠবে সুপার ফোরে। সেই পর্বের প্রথম ম্যাচ লাহোরে। পরের সব ক’টি ম্যাচ হবে কলম্বোতে। এ বারের এশিয়া কাপে চারটি ম্যাচ হবে পাকিস্তানে। বাকি সব ম্যাচ শ্রীলঙ্কায়। সূচি জানিয়ে টুইট করে জয় শাহ লেখেন, “এশিয়া কাপের সূচি ঘোষণা করতে পেরে আমি গর্বিত।”

এশিয়া কাপের ফাইনাল ১৭ সেপ্টেম্বর। সেই ম্যাচ হবে শ্রীলঙ্কার কলম্বোতে। এশিয়া কাপে মোট ১৩টি ম্যাচ খেলা হবে। গত বার টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হলেও সামনে এক দিনের বিশ্বকাপ থাকায় এ বারের প্রতিযোগিতায় সব ম্যাচ ৫০ ওভারের হবে। প্রতিটি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর দেড়টা থেকে।

আরও পড়ুন
Advertisement