Border-Gavaskar Trophy 2024-25

অ্যাডিলেডেও সবুজ উইকেট! কত বড় ঘাস, এ বার তা-ও জানিয়ে দিলেন পিচ প্রস্তুতকারক

অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টেও পিচে ঘাস থাকবে। পিচ প্রস্তুতকারক ডেমিয়ান হাউ জানিয়েছেন পিচে ৬ মিলিমিটার ঘাস থাকবে। যা পেসারদের সাহায্য করবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ১০:৩২
Adelaide

অ্যাডিলেডের পিচ। —ফাইল চিত্র।

ভারতের বিরুদ্ধে পার্‌থে গতির পিচ বানিয়েও হারতে হয়েছে অস্ট্রেলিয়াকে। তবে নিজেদের পরিকল্পনা থেকে সরছে না তারা। অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টেও পিচে ঘাস থাকবে। পিচ প্রস্তুতকারক ডেমিয়ান হাউ জানিয়েছেন পিচে ৬ মিলিমিটার ঘাস থাকবে। যা পেসারদের সাহায্য করবে।

Advertisement

অ্যাডিলেডে এর আগে গোলাপি বলের টেস্টে ভারত ৩৬ রানে অলআউট হয়ে গিয়েছিল। সেই ম্যাচে পেসারেরা সাহায্য পেয়েছিলেন। শুক্রবার থেকে শুরু হতে চলা টেস্টে সকলে যাতে সমান সুবিধা পান, সেটা দেখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ডেমিয়ান। তিনি বলেন, “অ্যাডিলেডে কৃত্রিম আলোর নীচে ব্যাট করা কঠিন। পিচে ৬ মিলিমিটার ঘাস থাকবে। আমরা এমন পিচ তৈরি করতে চাইছি যেখানে সকলে সাহায্য পাবে। এর আগে ভারত যে টেস্ট এখানে খেলেছিল, সেখানে পিচ কোনও ভূমিকাই নেয়নি। অস্ট্রেলিয়া ভাল বল করেছিল। আমি চাই এ বারে দুই দল ভাল লড়াই করুক।”

অ্যাডিলেড টেস্ট নিয়ে রয়েছে চিন্তাও। বৃষ্টির সম্ভাবনা রয়েছে অ্যাডিলেডে। ক্যানবেরায় অনুশীলন ম্যাচে এক দিন নষ্ট হয়েছিল বৃষ্টির কারণে। অ্যাডিলেডেও ভারতের পিছু ছাড়ছে না বৃষ্টি। শুক্রবার থেকে শুরু হবে টেস্ট। সে দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ৮৮ শতাংশ সম্ভাবনা রয়েছে বৃষ্টির। শনিবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি এবং সোমবারে কিছুটা রোদ উঠলেও মঙ্গলবার আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ডেমিয়ান জানিয়েছেন পিচের থেকেও বেশি সাহায্য পেসারেরা পাবেন আবহাওয়ার জন্য।

Advertisement
আরও পড়ুন