ICC ODI World Cup 2023

জেগে উঠলেন ঘুমিয়ে পড়া ক্রিকেটার! বিশ্বকাপের আগে ঢুলছিলেন, বাবরদের হারিয়ে পেশির আস্ফালন

টানটান ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জয় আসতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারেরা। তাঁদের মধ্যেই এক জন নজর কেড়ে নিয়েছেন ক্রিকেটপ্রেমীদের।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ ১৬:৪১
picture of Babar Azam

বাবর আজ়ম। —ফাইল চিত্র।

বিশ্বকাপ শুরুর আগে একটি অনুষ্ঠানে গিয়ে তিনি নাকি ঘুমিয়ে পড়েছিলেন। দক্ষিণ আফ্রিকার সেই অধিনায়ক টেম্বা বাভুমাকে শুক্রবার দেখা গিয়েছে অন্য মেজাজে। টানটান ম্যাচে পাকিস্তানকে এক উইকেট হারানোর পর দেখা গিয়েছে দক্ষিণ আফ্রিকার অধিনায়কের পেশি আস্ফালন।

Advertisement

শুক্রবার প্রথমে ব্যাট করে পাকিস্তান তুলেছিল ২৭০ রান। জবাবে ২৭১ রান তুলতে ৯ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ১৬ বল বাকি থাকতে ১ উইকেটে জয় পান বাভুমারা। ম্যাচটি জিততেও পারতেন বাবর আজ়মেরা। ম্যাচের শেষ দিকে দু’শিবিরই বেশ চাপে পড়ে গিয়েছিল। জয় আসতেই নিজেদের ধরে রাখতে পারেননি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারেরা। উচ্ছ্বাসে মেতে ওঠেন তাঁরা। সে সময়ই ক্রিকেটপ্রেমীদের নজর কেড়ে নেন বাভুমা। তার আগে ডাগ আউটের ধারে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে থাকা বাভুমা দৌড়ে চলে আসেন সামনে। আনন্দে লাফাতে থাকেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। সামনে, উপরে ছুড়তে থাকেন মুষ্টিবদ্ধ হাত। সাধারণত ঠান্ডা স্বভাবের বাভুমার পেশির আস্ফালন বিস্মিত করেছে ক্রিকেটপ্রেমীদের। তাঁর উচ্ছ্বাস প্রকাশের সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমেও।

বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানকে হারিয়ে প্রতিযোগিতার সেমিফাইনাল খেলার পথে আরও এগিয়ে গিয়েছেন বাভুমারা। ছ’টি ম্যাচ খেলে তাঁদের পয়েন্ট ১০। লিগ টেবিলের শীর্ষে রয়েছেন তাঁরা।

আরও পড়ুন
Advertisement