Team India

T20 World Cup 2021: ভারতের ১১ জনের মধ্যে কাকে কত নম্বর দিল আনন্দবাজার অনলাইন

পাশ করতে পারলেন না বিরাট কোহলী, রোহিত শর্মারা কেউই। দেখে নিন ভারতীয় দলের রিপোর্ট কার্ড।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২২:৩৩
০১ ১২
মুখ থুবড়ে পড়ল ভারতের ব্যাটিং। যে ন’জন ব্যাট করেছেন, তাঁদের মধ্যে দু’জন ২০ রান করতে পেরেছেন। বিরাট কোহলীদের কে কত নম্বর পেলেন? আনন্দবাজার অনলাইনের রিপোর্ট কার্ড।

মুখ থুবড়ে পড়ল ভারতের ব্যাটিং। যে ন’জন ব্যাট করেছেন, তাঁদের মধ্যে দু’জন ২০ রান করতে পেরেছেন। বিরাট কোহলীদের কে কত নম্বর পেলেন? আনন্দবাজার অনলাইনের রিপোর্ট কার্ড।

০২ ১২
বিরাট কোহলী: ব্যাটিং অর্ডারে নিজেকে এক ধাপ নামিয়ে এনেছিলেন। তাতে ক্ষতি হয়েছে। ১৭ বল খেলে ৯ রান করেন। স্ট্রাইক রেট ৫২.৯৪।

বিরাট কোহলী: ব্যাটিং অর্ডারে নিজেকে এক ধাপ নামিয়ে এনেছিলেন। তাতে ক্ষতি হয়েছে। ১৭ বল খেলে ৯ রান করেন। স্ট্রাইক রেট ৫২.৯৪।

০৩ ১২
লোকেশ রাহুল: ওপেন করতে নেমে ১৬ বলে ১৮ রান করেন। দ্রুত আউট হয়ে গেলেও বল নষ্ট করেননি। তিনটি চার মারেন।

লোকেশ রাহুল: ওপেন করতে নেমে ১৬ বলে ১৮ রান করেন। দ্রুত আউট হয়ে গেলেও বল নষ্ট করেননি। তিনটি চার মারেন।

Advertisement
০৪ ১২
ঈশান কিশন: সূর্যকুমারের জায়গায় দলে নিয়ে ওপেন করতে পাঠানো হয়েছিল। আট বলে চার রান করেন।

ঈশান কিশন: সূর্যকুমারের জায়গায় দলে নিয়ে ওপেন করতে পাঠানো হয়েছিল। আট বলে চার রান করেন।

০৫ ১২
রোহিত শর্মা: আগের ম্যাচের মতো এই ম্যাচেও প্রথম বলেই আউট হয়ে যাচ্ছিলেন। ক্যাচ পড়ে যায়। সুযোগ কাজে লাগাতে পারেননি। ১৪ বলে ১৪ রান করেন। একটি ছক্কা মারেন।

রোহিত শর্মা: আগের ম্যাচের মতো এই ম্যাচেও প্রথম বলেই আউট হয়ে যাচ্ছিলেন। ক্যাচ পড়ে যায়। সুযোগ কাজে লাগাতে পারেননি। ১৪ বলে ১৪ রান করেন। একটি ছক্কা মারেন।

Advertisement
০৬ ১২
ঋষভ পন্থ: ১২ রান করতে ১৯ বল নেন। স্ট্রাইক রেট ৬৩.১৫।

ঋষভ পন্থ: ১২ রান করতে ১৯ বল নেন। স্ট্রাইক রেট ৬৩.১৫।

০৭ ১২
হার্দিক পাণ্ড্য: ২৪ বলে ২৩। ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান।

হার্দিক পাণ্ড্য: ২৪ বলে ২৩। ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান।

Advertisement
০৮ ১২
রবীন্দ্র জাডেজা: ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি বাউন্ডারি মারেন। সর্বোচ্চ রানও তাঁরই, ১৯ বলে ২৬। বল হাতে দুই ওভারে ২৩ রান দেন।

রবীন্দ্র জাডেজা: ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি বাউন্ডারি মারেন। সর্বোচ্চ রানও তাঁরই, ১৯ বলে ২৬। বল হাতে দুই ওভারে ২৩ রান দেন।

০৯ ১২
শার্দূল ঠাকুর: ভুবনেশ্বর কুমারের জায়গায় দলে এসেছিলেন। প্রথম ওভারেই ১৪ রান দেন।

শার্দূল ঠাকুর: ভুবনেশ্বর কুমারের জায়গায় দলে এসেছিলেন। প্রথম ওভারেই ১৪ রান দেন।

১০ ১২
মহম্মদ শামি: এক ওভারের বেশি বল দেওয়া যায়নি। ১১ রান দেন।

মহম্মদ শামি: এক ওভারের বেশি বল দেওয়া যায়নি। ১১ রান দেন।

১১ ১২
যশপ্রীত বুমরা: ভাল বল করেন। তিন ওভারে মাত্র ১৭ রান দিয়ে গাপটিলের উইকেট তুলে নেন। দু'টি উইকেট নেন বুমরা।

যশপ্রীত বুমরা: ভাল বল করেন। তিন ওভারে মাত্র ১৭ রান দিয়ে গাপটিলের উইকেট তুলে নেন। দু'টি উইকেট নেন বুমরা।

১২ ১২
বরুণ চক্রবর্তী: চার ওভারে ২৩ রান দিয়ে কোনও উইকেট নিতে পারেননি।

বরুণ চক্রবর্তী: চার ওভারে ২৩ রান দিয়ে কোনও উইকেট নিতে পারেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি