ICC ODI World Cup 2023

হার্দিক নেই, তবু ‘স্বস্তি’ রোহিত, দ্রাবিড়দের! বিশ্বকাপে চিন্তামুক্ত ভারতীয় দল

হার্দিক পাণ্ড্যের অভাব বোধ করবেন রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়েরা। কিন্তু কিছুটা ‘স্বস্তি’ও পাবে ভারতের টিম ম্যানেজমেন্ট। কেন?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৩ ১৪:৩৬
Rohit Sharma

‘স্বস্তি’ পেলেন রোহিত শর্মারা। —ফাইল চিত্র।

হার্দিক পাণ্ড্যকে বিশ্বকাপের বাকি ম্যাচে না পাওয়া ভারতের জন্য বড় ক্ষতি। তাঁর মতো অলরাউন্ডারের অভাব বোধ করবেন রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়েরা। কিন্তু কিছুটা ‘স্বস্তি’ও পাবে ভারতের টিম ম্যানেজমেন্ট। হার্দিক ফিরলে দলের প্রথম ১১ জনের মধ্যে থেকে কাউকে বাদ দিতে হত। আপাতত সেই নিয়ে ভাবতে হবে না রোহিতদের।

Advertisement

হার্দিকের মতো ক্রিকেটার চোট সারিয়ে দলে ফিরে এলে প্রথম একাদশে সুযোগ পেতেন। তখন বাদ দিতে হত কোনও এক জন পেসারকে। অথবা কোনও ব্যাটারকে। কারণ দলে অলরাউন্ডার বলতে শুধু রবীন্দ্র জাডেজা। যিনি স্পিন বল করেন। তাই তাঁকে বাদ দেওয়ার প্রশ্ন নেই। ভারতের সব ব্যাটারই রানের মধ্যে রয়েছেন। বোলারেরাও উইকেট পাচ্ছেন। কাকে রেখে কাকে ছাড়বেন, সেই চিন্তা আপাতত করতে হবে না ম্যানেজমেন্টকে।

বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে চোট পেয়েছিলেন হার্দিক। পরের তিনটি ম্যাচে হার্দিক খেলতে না পারায় দলে আসেন মহম্মদ শামি। তিনি সেই তিন ম্যাচে ১৪টি উইকেট তুলে নিয়েছেন। দু’টি ম্যাচে নিয়েছেন পাঁচটি করে উইকেট। এমন অবস্থায় তাঁকে বাদ দেওয়া কঠিন। যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজও ফর্মে রয়েছেন। কাকে রেখে কাকে বাদ দেবেন তা নিয়ে রীতিমতো মাথার চুল ছিঁড়তে হত দ্রাবিড়দের।

অলরাউন্ডার হার্দিক খেলতে না পারায় ভারত পাঁচ জন বোলার নিয়ে খেলছে। বাড়তি ব্যাটার হিসাবে খেলছেন সূর্যকুমার যাদব। তিনিও রান পেয়েছেন। এমন অবস্থায় সূর্যকে বাদ দেওয়াও কঠিন হত। বিশ্বকাপের শুরুর দিকে রান পাচ্ছিলেন না শ্রেয়স আয়ার। তাঁকে বাদ পড়তে হত হার্দিক ফিরে এলে। কিন্তু তিনিও শেষ ম্যাচে ৮২ রানের ইনিংস খেলে দলে জায়গা পাকা করে ফেলেছেন।

হার্দিককে বাদ দিয়েও ভারতীয় দল এ বারের বিশ্বকাপে জয় পেয়েছে। তাই হার্দিক না থাকায় আত্মবিশ্বাস ধাক্কা খায়নি দলের। হার্দিকের জায়গায় দলে নেওয়া হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণকে। তিনি পেসার। ভারতীয় দলে থাকা তিন পেসারই এখন প্রথম একাদশে খেলছেন। প্রসিদ্ধ দলে আসায় তাঁদের উপরেও চাপ কমবে। প্রথম একাদশে এখনই সুযোগ না পেলেও ভারতের হাতে বাড়তি এক জন পেসার থাকবে। ফলে ম্যানেজমেন্ট চাইলে সেমিফাইনালের আগে কোনও পেসারকে বিশ্রামও দিতে পারবে।

Advertisement
আরও পড়ুন