Team India

আগামী ৯ মাসে ৩১টি ম্যাচ, বিশ্বকাপের আগে কোন কোন দেশের বিরুদ্ধে খেলবে ভারত

একটি বিশ্বকাপ শেষ হতে না হতেই চিন্তা শুরু পরেরটার। এক দিনের বিশ্বকাপ পরের বছর। তার আগে কার কার বিরুদ্ধে খেলবে ভারত?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২২ ১৬:৩৩
কোন সিরিজ়ে কে খেলবেন এবং কে খেলবেন না তা নিয়ে ভাবতে হবে রাহুল দ্রাবিড়, রোহিত শর্মাদের।

কোন সিরিজ়ে কে খেলবেন এবং কে খেলবেন না তা নিয়ে ভাবতে হবে রাহুল দ্রাবিড়, রোহিত শর্মাদের। —ফাইল চিত্র

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই শুরু হয়ে যাবে নিউজ়িল্যান্ড সিরিজ়। তার পর থাকবে বাংলাদেশ সফর। এ দু’টি সফরের জন্য দল ঘোষণাও করে দিয়েছে ভারতীয় বোর্ড। সেই সঙ্গে আরও বেশ কিছু সিরিজ় দেশে এবং দেশের বাইরে খেলবে ভারত। দেখে নেওয়া যাক এক দিনের বিশ্বকাপের আগে পর্যন্ত কোন কোন দেশের বিরুদ্ধে ক্রিকেট খেলবে ভারত।

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ় খেলবে ভারত। সেই সিরিজ় শুরু হবে ১৮ নভেম্বর থেকে। প্রথমে টি-টোয়েন্টি সিরিজ় হবে। ওয়েলিংটনে হবে প্রথম ম্যাচ। তিনটি টি-টোয়েন্টি ম্যাচ এবং তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত। সেই সফরে নেই রোহিত শর্মা, বিরাট কোহলিরা। টি-টোয়েন্টি সিরিজ়ে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ড্য। এক দিনের সিরিজ়ে অধিনায়ক শিখর ধবন। ৩০ নভেম্বর সেই সফরের শেষ ম্যাচ। ৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে ভারতের বাংলাদেশ সফর। সেখানে তিনটি এক দিনের ম্যাচ এবং দু’টি টেস্ট খেলবেন রোহিতরা। শেষ টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর।

Advertisement

বাংলাদেশ সফর দিয়েই শেষ হবে এ বছরের ভারতীয় ক্রিকেট সূচি। পরের বছর জানুয়ারি মাসে ভারতে খেলতে আসবে শ্রীলঙ্কা। তারা তিনটি এক দিনের এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ঘরের মাঠে এর পর নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। কেন উইলিয়ামসনের দলের বিরুদ্ধেও তিনটি এক দিনের এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। এর পর খেলতে আসবে অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারদের বিরুদ্ধে চারটি টেস্ট খেলবে ভারত। সেই সিরিজ়ের উপর নির্ভর করতে পারে ভারতের টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পাওয়ার সুযোগ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই সময় তিনটি এক দিনের ম্যাচও খেলবে ভারত।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

সেই সিরিজ় শেষ হলেই শুরু হয়ে যাবে আইপিএল। মার্চের শেষ থেকে মে মাস পর্যন্ত হতে পারে এ বারের আইপিএল। স্বাভাবিক ভাবেই সেই সময় কোনও আন্তর্জাতিক সূচি নেই ভারতের। জুন মাসে ভারত খেলতে যাবে ওয়েস্ট ইন্ডিজ়ে। সেখানে দু’টি টেস্ট, তিনটি এক দিনের এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ভারতের। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে সেখানে। তার আগে এই সফরকে গুরুত্ব দিতে পারে ভারত।

আগামী বছর আরও একটি এশিয়া কাপ হওয়ার কথা। সেপ্টেম্বর মাসে হতে পারে সেই প্রতিযোগিতা। ৫০ ওভারের ক্রিকেট ফিরবে এশিয়া কাপে। বিশ্বকাপের কথা মাথায় রেখেই ৫০ ওভারের ম্যাচ খেলার কথা। এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। ভারত আদৌ সে দেশে গিয়ে এশিয়া কাপ খেলবে কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার আরও এক বার ভারতে এসে এক দিনের ম্যাচের সিরিজ় খেলার কথা। তিন ম্যাচের সিরিজ় খেলবে দুই দল।

এক দিনের বিশ্বকাপ হবে ভারতে। অক্টোবর-নভেম্বর মাসে হবে সেই বিশ্বকাপ। সেই বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ় খেলার কথা ভারতের। নভেম্বর মাসে হবে সেই সিরিজ়। বছর শেষে দক্ষিণ আফ্রিকায় খেলতে যাবে ভারত। সেই সফরে দু’টি টেস্ট, তিনটি এক দিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।

অর্থাৎ আগামী এক বছরে ভারতীয় দলের খেলার কোনও শেষ নেই। বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতাও রয়েছে। এখন দেখার এত ম্যাচের মধ্যে রোহিত, বিরাটরা কতগুলি ম্যাচ খেলেন। এক দিনের বিশ্বকাপ থাকায় তাঁরা বেশি জোর দেবেন ৫০ ওভারের ক্রিকেট খেলায়। টি-টোয়েন্টি ক্রিকেটে নিয়মিত খেলতে নাও দেখা যেতে পারে তাঁদের।

Advertisement
আরও পড়ুন