T20 World Cup 2022

গত বিশ্বকাপে রোহিতকে আউট করার পরিকল্পনা কার ছিল? কে বুদ্ধি দিয়েছিলেন বাবরকে?

পাকিস্তানের শাহিন আফ্রিদি এবং বাকি জোরে বোলারদের সামনে দাঁড়াতে পারেনি ভারত। আগামী ২৩ অক্টোবর আবার টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২২ ১৮:২৯
কার বুদ্ধিতে আউট হন রোহিত?

কার বুদ্ধিতে আউট হন রোহিত? ফাইল ছবি

গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কখনও ভারতকে বিশ্বকাপে হারাতে পারেননি পাকিস্তান। গত বছর বাবর আজ়মরা সেই প্রথা ভেঙে দেন। পাকিস্তানের শাহিন আফ্রিদি এবং বাকি জোরে বোলারদের সামনে দাঁড়াতে পারেনি ভারত। আগামী ২৩ অক্টোবর আবার টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান। তার আগে এক বছর আগের সেই ম্যাচ নিয়ে মুখ খুললেন রামিজ় রাজা। কী ভাবে সেই ম্যাচে রোহিত শর্মাকে আউট করতে হবে, সেটা তিনিই দলকে বলে দিয়েছিলেন বলে দাবি করলেন।

বিবিসি-র অনুষ্ঠানে রামিজ় বলেছেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগে বাবর কথা বলছিল মুখ্য নির্বাচকের সঙ্গে। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, ভারতের বিরুদ্ধে পরিকল্পনা কী? তার পরেই ওকে বলি, রোহিত শর্মাকে কী ভাবে আউট করতে হবে সেটা আমি জানি। বাবর শুনে অবাক হয়ে গিয়েছিল। আমি ওকে বললাম, শাহিনকে বলো ১৫০ কিমি গতিতে বল করতে। শর্ট লেগে এক জন ফিল্ডার রাখো। ওই গতিতে একটা ইনসুইং ইয়র্কার করতে বলো। কোনও মতেই খুচরো রান নিতে দিয়ো না। ওকে স্ট্রাইকে রাখো। তা হলেই রোহিত আউট হয়ে যাবে।”

Advertisement

সেই ম্যাচে চতুর্থ বলেই রোহিতকে ফিরিয়ে দেন শাহিন। তাঁর বল কিছুটা ভেতরের দিকে ঢুকে আসে। রোহিত গতি বুঝতে পারেননি। মিড উইকেট দিয়ে শট খেলতে চেয়েছিলেন। কিন্তু বল সুইং করায় সেটি তাঁর প্যাডে লাগে। তিনি এলবিডব্লিউ হয়ে যান।

আরও পড়ুন
Advertisement