Babar Azam

পাকিস্তানের সাজঘরের ভিডিয়ো ফাঁস! বাবরের উপরেই চটলেন আক্রম

বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে উঠেও আক্রমের সমালোচনা থেকে রেহাই পেলেন না বাবর। পাকিস্তানের সাজঘরের একটি ঘটনায় পাক অধিনায়কের উপর বেজায় চটেছেন প্রাক্তন অলরাউন্ডার। ক্ষুব্ধ ইউনিসও।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২২ ১৫:২৩
বাবরের সমালোচনা করলেন আক্রম এবং ইউনিস।

বাবরের সমালোচনা করলেন আক্রম এবং ইউনিস। ফাইল ছবি।

অপ্রত্যাশিত ভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। বাংলাদেশকে হারানোর পর সাজঘরে ফিরে সতীর্থদের কিছু কথা বলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজ়ম। তাঁর বক্তব্যের ভিডিয়ো টুইট করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই ঘটনায় চটেছেন ওয়াসিম আক্রম। তাঁর রাগ পিসিবির উপর নয়, সমালোচনা করেছেন বাবরেরই।

ভিডিয়োর বক্তব্য নিয়ে আপত্তি নেই প্রাক্তন অলরাউন্ডারের। আক্রমের আপত্তি সব কিছু এ ভাবে প্রকাশ্যে নিয়ে আসা নিয়ে। পাকিস্তান ক্রিকেট বোর্ড ভিডিয়ো প্রকাশ করলেও আক্রম সমালোচনা করেছেন পাক অধিনায়কের। তাঁর বক্তব্য, দলের অধিনায়ক হিসাবে সাজঘরের ওই সময়ের ভিডিয়ো করতে দেওয়াই উচিত হয়নি বাবরের। বিরক্ত আক্রম বলেছেন, ‘‘আমার মনে হয় কিছু বিষয় নিয়ে একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে। যে ভিডিয়ো করছিল তাকে আমি থামিয়ে দিতাম বাবরের জায়গায় থাকলে। কিছু ব্যক্তিগত বিষয় থাকে। আমি সমাজমাধ্যমের বিরোধী নই। ক্রিকেটাররা ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখে। সে সব ঠিক আছে। কিন্তু এই বিশ্বকাপে আর কোনও দলকে সাজঘরের ভিডিয়ো প্রকাশ করতে দেখিনি। এ সব বন্ধ করা উচিত। অনেক হয়েছে।’’

Advertisement

আক্রমের মতে সাজঘরে ক্রিকেটাররা অনেক কিছু করেন। আনন্দ বা হতাশার পরিবেশ যেমনই হোক, সেটা দলের অভ্যন্তরীণ বিষয়। কিছু বিষয় দলের মধ্যেই থাকা উচিত। বাংলাদেশকে হারানোর পর ১ ঘণ্টা ৬ মিনিটের দীর্ঘ ভিডিয়ো অবাক করেছে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ককে। বিস্ময়ের সঙ্গে তিনি বলেছেন, ‘‘ওরা সব সময় রেকর্ডিং করে! আমি সতীর্থদের কিছু বলার সময় কেউ আমার অজান্তে ভিডিয়ো করলে, তাকে দু’দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিতাম। সাফ বলে দিতাম, অন্য কোথাও গিয়ে ভিডিয়ো তোলার অনুশীলন করতে পার। তাতে আমার আপত্তি নেই।’’

আক্রম আসলে বলতে চেয়েছেন, ক্রিকেটারদের মধ্যে অনেক রকম কথা হয়। এক সঙ্গে থাকতে থাকতে একটা পরিবারের মতো যায়। ক্রিকেটারদের মধ্যে সম্পর্কের সমীকরণ বাইরের সকলে বুঝতে না-ও পারে। তাতে বিতর্ক তৈরি হওয়ায় সম্ভাবনা থাকে। তাই বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতায় এ সব এড়িয়ে চলাই উচিত। বাবরের সমালোচনা করলেও পিসিবির ভূমিকা নিয়ে কিছু বলেননি তিনি। তাঁর মতে, সতীর্থদের সঙ্গে কথা বলার সময় বাবর ভিডিয়োগ্রাহককে থামিয়ে দিলে পিসিবির কাছে সুযোগই থাকত না। অধিনায়ক হিসাবে দলের পরিবেশ ঠিক রাখার দায়িত্ব বাবরেরই।

আক্রমের মতোই ভিডিয়ো প্রকাশের সমালোচনা করেছেন ক্রিকেট জীবনে তাঁর নতুন বলের সঙ্গী ওয়াকার ইউনিস। তিনি বলেছেন, ‘‘এই বিষয়ে আমি সম্পূর্ণ আক্রমের পাশে রয়েছি। সাজঘরের ভিতরের বিষয় সাজঘরের মধ্যেই রাখা উচিত। তবে এই সমস্যাটা শুধু এখনকার নয়। আগেও সাজঘরের নানা তথ্য সংবাদমাধ্যমের কাছে চলে যেত। সাজঘরের ভিতরের বিষয় নিয়ে সাধারণ মানুষের আগ্রহ থাকতেই পারে। তবু সেগুলো বাইরে আসা ঠিক নয়।’’

Advertisement
আরও পড়ুন