রোহিতের ফিল্ডিং নেওয়ার কারণ কী? ফাইল ছবি
মেলবোর্নে ম্যাচ শুরুর আগেই ভারতের পক্ষে খুশির খবর। টসে জিতলেন রোহিত শর্মা। যে হেতু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ম্যাচে, তাই আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিতে দ্বিধা করেননি রোহিত। জানিয়ে দিলেন, পিচ এবং আকাশের যা অবস্থা, তাতে প্রথমে বল করলে সুইং পাওয়া যাবে বলেই তিনি মনে করছেন।
রোহিতের কথায়, “আমরা প্রথমে ফিল্ডিং করব। পিচ দেখে বেশ ভাল লাগছে। আকাশে মেঘ থাকলে বল করতে ভালই লাগে। আশা করি এই পরিস্থিতিতে ভালই সুইং পাওয়া যাবে। সেই সুবিধাটা আমাদের নেওয়া দরকার। আমাদের প্রস্তুতি ভাল হয়েছে। ব্রিসবেনে দুটো প্রস্তুত ম্যাচ খেলেছি। এ বার বিশ্বকাপের মঞ্চে নিজেদের মেলে ধরার পালা।”
India have won the toss and opted to field in Match 4 of the Super 12 stage 🏏
— T20 World Cup (@T20WorldCup) October 23, 2022
Who are you cheering for?#INDvPAK | 📝: https://t.co/dD7AVhbZ8g pic.twitter.com/4JirylGcVv
মেলবোর্নে স্থানীয় সময় সন্ধে সাতটা থেকে খেলা। তবে সকাল থেকেই দর্শকরা স্টেডিয়ামমুখী। রোহিতরা যখন টস করতে নামলেন, তখন স্টেডিয়ামে প্রবল চিৎকারে কান পাতা দায়। সেই পরিবেশ নিয়ে সঞ্চালক রবি শাস্ত্রী প্রশ্ন করলেন রোহিতকে। ভারত অধিনায়কের উত্তর, “আমরা এটাই প্রত্যাশা করেছিলাম। আশা করি ওদের মনোরঞ্জন করতে পারব।”
দলে সাত জন ব্যাটারকে নিয়ে খেলতে নামছে ভারত। তিন জন জোরে বোলার এবং দু’জন স্পিনার রয়েছেন দলে।