Rohit Sharma

বিশ্বকাপে রোহিতের ব্যাটে খরা! সেমিফাইনাল ম্যাচের আগে কী বলছেন ভারত অধিনায়ক

আইসিসি প্রতিযোগিতায় নকআউটে বড় রান নেই রোহিত শর্মার। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে নিজের ফর্ম নিয়ে কী বলছেন রোহিত?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২২ ১৮:৩৩
এ বারের বিশ্বকাপে এখনও ছন্দে নেই ভারত অধিনায়ক রোহিত শর্মা।

এ বারের বিশ্বকাপে এখনও ছন্দে নেই ভারত অধিনায়ক রোহিত শর্মা। —ফাইল চিত্র

আইসিসি প্রতিযোগিতায় নকআউটে খুব একটা রান কোনও দিন করতে পারেননি ভারত অধিনায়ক রোহিত শর্মা। এ বারের বিশ্বকাপেও ছন্দে নেই তিনি। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে কি নিজের খারাপ ফর্ম ভাবাচ্ছে রোহিতকে? না কি পেশাদার ক্রিকেটার হিসাবে অতীতের কথা ভাবছেন না ভারত অধিনায়ক? ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগের দিন এই প্রশ্নের জবাব দিলেন রোহিত।

ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার আগের দিন সাংবাদিক বৈঠকে নিজের ফর্ম নিয়ে মুখ খুলেছেন রোহিত। বলেছেন, ‘‘একটা ম্যাচ কোনও ক্রিকেটারের প্রতিভা নিয়ে প্রশ্ন তুলতে পারে না। সারা জীবনে সে কী রকম খেলেছে তার মূল্যায়ণ একটা ম্যাচে হয় না। শুধু আমার ক্ষেত্রে নয়, সব ক্রিকেটারের ক্ষেত্রে এই কথাটা খাটে। গোটা বছর ধরে আমরা পরিশ্রম করি। প্রতিটা ফরম্যাটে ভাল খেলার চেষ্টা করি। তাই একটা ম্যাচের উপর কিছু নির্ভর করে না।’’

Advertisement

আইসিসি প্রতিযোগিতায় নকআউট ম্যাচ খুব গুরুত্বপূর্ণ হলেও কোনও ক্রিকেটার অতীতে তাঁর দেশের জন্য কী করেছেন সেটা সবার মাথায় রাখা উচিত বলে মনে করেছেন রোহিত। তিনি বলেছেন, ‘‘নকআউটে খেলা খুব গুরুত্বপূর্ণ। সেখানে ভাল খেললে আত্মবিশ্বাস অনেকটা বাড়ে। কিন্তু কোনও ক্রিকেটার অতীতে দেশের জন্য কী রকম খেলেছে সেটা আমাদের ভুললে চলবে না। একটা ম্যাচে খারাপ খেললে কোনও ক্রিকেটার খারাপ হয়ে যায় না।’’

গত কয়েকটি আইসিসি প্রতিযোগিতায় নকআউটে রোহিতের ফর্ম খুব একটা ভাল নয়। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৯ রান করেছিলেন রোহিত। ২০১৫ সালের এক দিনের বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছিলেন ৩৪ রান। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪৩ রান এসেছিল রোহিতের ব্যাট থেকে। পরের বছর ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে শূন্য রানে সাজঘরে ফিরেছিলেন রোহিত। ২০১৯ সালের এক দিনের বিশ্বকাপের সেমিফাইনালেও রান পাননি রোহিত। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১ রানে আউট হয়েছিলেন তিনি। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে রোহিতের ফর্ম নিয়ে প্রশ্ন উঠছে।

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ ম্যাচে মাত্র ৮৯ রান করেছেন রোহিত। গড় মাত্র ১৭.৮০। একমাত্র নেদারল্যান্ডসের বিরুদ্ধে একটি অর্ধশতরান করেছেন তিনি। সেমিফাইনালে নামার আগে আবার অনুশীলনে হাতে চোট পেয়েছেন তিনি। এখন দেখার ইংল্যান্ডের বিরুদ্ধে পুরনো চেহারায় তাঁকে দেখা যায় কি না।

Advertisement
আরও পড়ুন