T20 World Cup 2022

আগামী রবিবার মুখোমুখি, তার আগে রোহিতদের অনুশীলনে উঁকি মেরে গেল পাকিস্তান

সোমবার ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রস্তুতি ম্যাচ চলাকালীন দেখা যায়, গ্যালারিতে বসে রয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। কী করছিলেন তাঁরা? কেন গিয়েছিলেন ভারতের খেলা দেখতে?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২২ ১২:০২
রোহিতদের অনুশীলনে হঠাৎ হাজির পাক ক্রিকেটাররা।

রোহিতদের অনুশীলনে হঠাৎ হাজির পাক ক্রিকেটাররা। —ফাইল চিত্র

আর ছ’দিন পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান। তার আগে ভারতের অনুশীলন দেখে গেলেন পাকিস্তানের ক্রিকেটাররা। তবে লুকিয়ে নয়। গ্যালারিতে বসে হাসি মুখে রোহিত শর্মাদের খেলা দেখতে দেখা গেল বাবর আজমদের।

সোমবার ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলছে ভারত। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে চাইছেন রোহিতরা। অস্ট্রেলিয়ার ইনিংস চলাকালীন হঠাৎ দেখা যায়, গ্যালারিতে দাঁড়িয়ে পাকিস্তানের বেশ কয়েক জন ক্রিকেটার। রোহিতদের খেলা দেখতে দেখতে নিজেদের মধ্যে গল্প করতে দেখা যায় তাঁদের।

Advertisement

আসলে সোমবার প্রস্তুতি ম্যাচ রয়েছে পাকিস্তানেরও। ব্রিসবেনেই ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে তারা। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের পরে হবে সেই ম্যাচ। সেই জন্যই মাঠে পৌঁছে গিয়েছে পাকিস্তান দল। তার পরেই গ্যালারিতে বসে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ দেখতে দেখা গেল পাক ক্রিকেটারদের।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে প্রথম ম্যাচে হারতে হয়েছিল ভারতকে। সেই ধাক্কা সামলাতে পারেননি কোহলি-রোহিতরা। বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আগেই ছিটকে যেতে হয় তাঁদের। এ বার সেই হারের বদলা নেওয়ার সুযোগ রয়েছে ভারতের সামনে। অন্য দিকে পর পর দু’টি বিশ্বকাপে ভারতকে হারানোর সুযোগ বাবরের পাকিস্তানের কাছে।

Advertisement
আরও পড়ুন