T20 World Cup 2022

হাসপাতালে পাক ব্যাটার, ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে মাথায় চোট, মাঠে পড়েছিলেন ৭ মিনিট

পাকিস্তান দলের অনুশীলনের সময় নওয়াজ়ের মারা বল মাথায় লাগে মাসুদের। নেটের পাশেই ৫-৭ মিনিট শুয়ে থাকতে দেখা যায় পাক ব্যাটারকে। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২২ ১১:৪৭
চিন্তায় বাবর আজম।

চিন্তায় বাবর আজম। —ফাইল চিত্র

অনুশীলনের সময় আচমকা বল এসে লাগল মাথায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচের দু’দিন আগে হাসপাতালে গেলেন পাকিস্তানের ব্যাটার শান মাসুদ। অনুশীলনে পাক অলরাউন্ডার মহম্মদ নওয়াজ়ের মারা বল এসে লাগে তাঁর মাথায়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মাসুদকে।

পাকিস্তান দলের অনুশীলনের সময় নওয়াজ়ের মারা বল মাথায় লাগে মাসুদের। নেটের পাশেই ৫-৭ মিনিট শুয়ে থাকতে দেখা যায় পাক ব্যাটারকে। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে যা চিন্তায় রাখছে পাকিস্তান দলকে। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে খেলতে পারবেন কি না তা এখনও স্পষ্ট নয়। হাসপাতাল থেকে না ফিরলে জানা যাবে না।

Advertisement

মাসুদ যদি খেলতে না পারেন, সে ক্ষেত্রে ভারতের বিরুদ্ধে দেখা যেতে পারে ফখর জমানকে। বড় ম্যাচের আগে এমন চোট যে পাকিস্তানকে বিপদে ফেলবে তা বলাই যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে আসার আগে ছন্দে দেখা গিয়েছে বাবর আজ়মের দলকে। নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ় জিতে এসেছে তারা। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠেও ভাল খেলতে দেখা গিয়েছিল বাবরদের। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারিয়ে শুরু করেছিল পাকিস্তান। এ বারও তেমনই ফল চাইবেন বাবররা। ২৩ অক্টোবর মেলবোর্নে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। যদিও সেই ম্যাচে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement
আরও পড়ুন