T20 World Cup 2022

চোটের বহর বাড়ছে ভারত, পাকিস্তানে! বিশ্বকাপে খেলা নিয়ে সংশয়ে এই ব্যাটার

ত্রিদেশীয় সিরিজ়ের ফাইনালে চোট পেলেন পাকিস্তানের মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ ব্যাটার। ফিল্ডিং করার সময় চোট পান তিনি। ফিজিয়োর সঙ্গে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন। উদ্বিগ্ন পাক শিবির।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২২ ১২:০৬

ছবি: টুইটার।

কয়েক দিন পর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই ধাক্কা পাকিস্তান শিবিরে। নিউজ়িল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ়ের ফাইনালে চোট পেলেন আসিফ আলি। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর খেলা কিছুটা অনিশ্চিত হয়ে পড়ল। মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ ব্যাটারের চোট উদ্বেগ বাড়াবে বাবর আজমদের।

মঙ্গলবার ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজ়ের ফাইনালে হাঁটুতে চোট পেয়েছেন আসিফ। মহম্মদ ওয়াসিম জুনিয়রের বলে নিউজ়িল্যান্ড ব্যাটার ডেভন কনওয়ের মারা একটি শট কভার পয়েন্ট এলাকায় আটকাতে গিয়ে চোট পেয়েছেন আসিফ। ঝাঁপিয়ে বল আটকানোর সময় তাঁর হাঁটুতে চোট লেগেছে। যদিও চার বাঁচাতে পারেননি পাক ব্যাটার। যন্ত্রণায় মাঠে পড়ে কাতরাতে থাকেন আসিফ। ছুটে আসেন পাক দলে ফিজিয়ো। পরে আসিফ খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন ফিজিয়োর সঙ্গে। তাঁর চোট কতটা গুরুতর সে ব্যাপারে কিছু জানানো হয়নি পাক শিবিরের তরফে।

Advertisement

২৩ অক্টোবর পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারতের বিরুদ্ধে। এই সময়ের মধ্যে আসিফ ফিট হতে পারবেন কি না, তা নিয়ে কিছু জানানো হয়নি পাক শিবির থেকে। না হলে পাক মিডল অর্ডার সমস্যায় পড়তে পারে। এমনিতেই পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটিং নিয়ে নানা প্রশ্ন উঠছে।

Advertisement
আরও পড়ুন