T20 World Cup 2022

পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে কেন স্বস্তিতে থাকতে পারেন রোহিতরা? বললেন প্রাক্তন কোচ

বিশ্বকাপের আগে কার প্রত্যাবর্তন বেশি ভাল হল? উত্তর খোঁজার চেষ্টা করলেন সঞ্জয় বাঙ্গার। তাঁর মতে, রবিবারের ম্যাচে নামার আগে স্বস্তিতে থাকতে পারেন ব্যাটাররা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২২ ১৫:৩০
কেন স্বস্তিতে থাকবেন রোহিতরা?

কেন স্বস্তিতে থাকবেন রোহিতরা? ফাইল ছবি

প্রায় এক বছর পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরেছেন ভারতের মহম্মদ শামি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দারুণ বল করেছেন। অন্য দিকে, চোট সারিয়ে ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে পাকিস্তানের শাহিন আফ্রিদিরও। তিনিও দু’টি প্রস্তুতি ম্যাচে ভাল বল করেছেন। বিশ্বকাপের আগে কার প্রত্যাবর্তন বেশি ভাল হল? উত্তর খোঁজার চেষ্টা করলেন সঞ্জয় বাঙ্গার। তাঁর মতে, রবিবার ম্যাচে নামার আগে স্বস্তিতে থাকতে পারেন ব্যাটাররা।

ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ এগিয়ে রাখলেন স্বদেশি শামিকেই। বলেছেন, “আফ্রিদির প্রত্যাবর্তন শামির মতো অত ভাল হয়নি। ওকে একটাও ইনসুইং বল করতে দেখিনি। সব ডেলিভারিই ব্যাটারের শরীরের দূর দিয়ে গিয়েছে। এর অর্থ, ক্রিজে নিজের ভূমিকা নিয়ে এখনও আত্মবিশ্বাসী নয় ও।”

Advertisement

বাঙ্গারের মতে, নিজের বোলিং কৌশলেও বদল এনেছেন শাহিন। বলেছেন, “মনে হয় ওর টেকনিকে সামান্য বদল হয়েছে। যদি এই সময়ে এসে ও কিছু বদল আনে, বিশেষত বল রিলিজ়‌ করার সময়, তা হলে সেটা পাকিস্তানের পক্ষে ভাল চিহ্ন নয়। ডান হাতি ব্যাটারদের ক্ষেত্রে বল ভেতরে ঢুকে আসছে না, এতে ভারতীয়রা অনেক স্বস্তি পেতে পারে।”

Advertisement
আরও পড়ুন