বিশ্বকাপে নতুন কৌশল অস্ট্রেলিয়ার। ছবি টুইটার
টি-টোয়েন্টিতে সাম্প্রতিক কালে প্রতিটি দলের কাছেই মাথাব্যথা হয়ে উঠতে চলেছে সময়। ৮৫ ওভারের মধ্যে নির্ধারিত ২০ ওভার বল করতে না পারলে শাস্তি হিসাবে বাকি ওভারগুলিতে ৩০ গজের মধ্যে অতিরিক্ত এক জন ফিল্ডার রাখতে হবে। পাশাপাশি জরিমানা তো রয়েছেই। শাস্তির হাত থেকে বাঁচতে অভিনব পন্থা নিল অস্ট্রেলিয়া, যা আগামী দিনে বাকি দেশগুলিকে অনুপ্রাণিত করতে পারে।
কী করেছে অস্ট্রেলিয়া?
সময় বাঁচাতে তারা ফিল্ডিং করার সময় ডাগআউটে থাকা ক্রিকেটারদের মাঠের বিভিন্ন জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছে। যদি চার বা ছয় হয়, তা হলে মাঠের বাইরে থাকা সেই ফিল্ডার যাতে বল কুড়িয়ে দ্রুত ফিল্ডারকে ফেরত পাঠাতে পারেন, তার জন্যেই এই ব্যবস্থা। এতে সাফল্যও পাওয়া যাচ্ছে। ফিল্ডারকে দৌড়ে বাউন্ডারিতে গিয়ে বল কুড়িয়ে আনতে হচ্ছে না। চার হয়ে যাওয়ার পর সতীর্থের থেকেই বল পেয়ে যাচ্ছে তারা।
A clever ploy from the Aussies who are keen to avoid the fielding restriction penalty if overs aren't bowled in time during this #T20WorldCup pic.twitter.com/5e73KABQcd
— cricket.com.au (@cricketcomau) October 19, 2022
ফুটবল ম্যাচে সময় বাঁচাতে এ ধরনের জিনিস দীর্ঘ দিন ধরেই চলছে। মাঠের ধারেই দাঁড়িয়ে থাকেন বল বয়রা। কোনও বল মাঠের বাইরে চলে গেলে তৎক্ষণাৎ অন্য একটি বল এগিয়ে দেন তারা। এতে সময় অনেকটাই বাঁচে। সেখানে সময় বেশি লাগলে শাস্তির কোনও বিধান নেই। তবে বল মাঠের বাইরে বেশি ক্ষণ থাকলে অতিরিক্ত সময়ও বাড়বে। সেটা এড়াতেই আয়োজকরা এমন কাজ করে থাকেন। অস্ট্রেলিয়ার সৌজন্যে ফুটবল মাঠের সেই দৃশ্য এ বার দেখা যেতে পারে ক্রিকেটেও।
নিজেদের কৌশল সম্পর্কে বলতে গিয়ে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যাশটন আগার বলেছেন, “পাওয়ার প্লে-তে বল বার বার বাউন্ডারিতে যাবেই। ফিল্ডারই গিয়ে সেই বল কুড়িয়ে আনলে অনেকটা সময় চলে যায়। তাই বেঞ্চে থাকা ক্রিকেটারদের মাঠের চারধারে রাখলে প্রতি বার অন্তত ১০ সেকেন্ড বাঁচানো যায়। দিনের শেষে অনেকটাই কাজে লাগে।”