Mohammad Shami

শোয়েব আখতারের কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন বাংলার মহম্মদ শামি, বলে দিলেন ‘সবই কর্মফল’!

সেমিফাইনালে ভারতের লজ্জার হারের পর রোহিতদের নিয়ে কটাক্ষ করেন পাকিস্তানের একাধিক প্রাক্তন ক্রিকেটার। তাঁদের মধ্যে ছিলেন শোয়েবও। বাংলার জোরে বোলার শামি পাল্টা খোঁচা দিলেন শোয়েবকে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২২ ১৮:১১
শোয়েবের খোঁচার পাল্টা জবাব দিলেন শামি।

শোয়েবের খোঁচার পাল্টা জবাব দিলেন শামি। ফাইল ছবি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে পাকিস্তান হারতেই খোঁচা দিলেন মহম্মদ শামি। সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ভারতের হারের পর কটাক্ষ করেছিলেন শোয়েব আখতার। রবিবার তাঁকে পাল্টা জবাব দিলেন শামি।

ভারতের হারের পর একটি ভগ্ন হৃদয়ের ইমোজি দিয়ে টুইট করেন পাকিস্তানের জোরে বোলার। সেটি শামি রিটুইট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘দুঃখিত বন্ধু। একেই বলে কর্ম।’ সঙ্গে তিনটি ভগ্ন হৃদয়ের ইমোজি দিয়েছেন বাংলার জোরে বোলার। শামি বোঝাতে চেয়েছেন, যেমন কর্ম তেমন ফল। অর্থাৎ, পাকিস্তানের হারের পর শোয়েবদের কাটা ঘায়ে খানিকটা নুন ছিটিয়ে দিলেন তিনি।

Advertisement

ভারত এবং পাকিস্তানের ম্যাচ দিয়ে গত ২৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়। হাড্ডাহাড্ডি সেই ম্যাচে ৪ উইকেটে হেরে যায় বাবর আজ়মের দল। সুপার ১২ পর্যায় থেকেই পাকিস্তানের বিদায় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকা অপ্রত্যাশিত ভাবে হেরে যাওয়ায় হঠাৎ সেমিফাইনালে ওঠার দরজা খুলে যায় পাকিস্তানের সামনে। গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে প্রতিযোগিতার শেষ চারে পৌঁছন বাবররা। পরে নিউজ়িল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠেন তাঁরা।

অন্য দিকে, গ্রুপের সেরা দল হয়ে সেমিফাইনালে ওঠেন রোহিত শর্মারা। জস বাটলারদের বিরুদ্ধে ১০ উইকেটে হেরে বিদায় নিতে হয় তাঁদের। সেমিফাইনালে ইংল্যান্ডের ব্যাটারদের সামনে অত্যন্ত সাধারণ দেখিয়েছে ভারতীয় বোলারদের সামনে। গত বৃহস্পতিবারের সেই ম্যাচের পর থেকেই ভারতীয় ক্রিকেট নিয়ে নানারকম নেতিবাচক মন্তব্য উড়ে এসেছে। ভারতের নেতৃত্ব বদলের দাবি পর্যন্ত করে বসেন শোয়েব। টুইট করেও ভারতকে কটাক্ষ করেছিলেন পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার। ফাইনালে সেই ইংল্যান্ডের কাছে পাকিস্তান হারার পরই পাল্টা জবাব দিলেন ভারতের জোরে বোলার।

উল্লেখ্য, গত এক বছর ভারতের সাদা বলের ক্রিকেটের পরিকল্পনায় ছিলেন না শামি। এশিয়া কাপে ভারতীয় বোলিং আক্রমণে অভিজ্ঞতার অভাব দেখা দেওয়ায় জাতীয় নির্বাচকদের ভাবনায় শামি আসেন। যশপ্রীত বুমরা চোট পেয়ে ছিটকে যাওয়া রিজ়ার্ভ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মূল দলে সুযোগ পান তিনি।

Advertisement
আরও পড়ুন