ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে হারে ভারত। —ফাইল চিত্র
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হারের জন্য রোহিত শর্মাকে দায়ী করলেন ইনজামাম উল হক। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের মতে এক জন নেতা হিসাবে রোহিতের শরীরী ভাষাই ঠিক ছিল না।
ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে হারে ভারত। জস বাটলার এবং অ্যালেক্স হেলস দাপট দেখান ভারতের বিরুদ্ধে। ইনজামাম বলেন, “অধিনায়কের শরীরী ভাষা পুরো দলের উপর প্রভাব ফেলে। রোহিত শর্মা বড় ক্রিকেটার। প্রচুর রান করেছে। কিন্তু কখনও ওর মুখের দিকে তাকিয়েছেন? ওই ভাষাটাই ভারতীয় দলের ভাষা হয়ে গিয়েছে। এশিয়া কাপে ভারত তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জিতেছিল, কিন্তু রোহিত খুব চাপে ছিল।”
শুধু ইনজামামই যে রোহিতের শরীরী ভাষা নিয়ে প্রশ্ন তুলেছেন এমন নয়। পাকিস্তানের আরও এক প্রাক্তন অধিনায়ক মহম্মদ হাফিজ বলেন, “রোহিতের মুখ দেখ। ভারত ৪০ রানে (এশিয়া কাপে) জিতে যাওয়ার পরে ওকে এরকম দেখতে লাগছে। রোহিত যখন টস করতে এল তখন থেকেই ওর কাঁধ ঝুলে রয়েছে। ভয় পেয়ে আছে মনে হচ্ছিল। রোহিতের উপর নেতৃত্ব একটা চাপ তৈরি করছে। মনে হচ্ছে খুব অসুবিধা হচ্ছে ওর।”
ভারতীয় দল নিয়ে শুধু পাকিস্তানের অধিনায়করাই নন, প্রশ্ন তুলছেন অনেকেই। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন বলেন, “সাদা বলের ক্রিকেট ইতিহাসে ভারত সব থেকে খারাপ দল। যে ক্রিকেটাররা আইপিএল খেলতে যায়, তারা বলে তাদের খেলার উন্নতি হয়েছে। কিন্তু ভারত কী তাতে ট্রফি জিতেছে? ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জেতা ছাড়া ভারত কী করেছে? কিচ্ছু না। ভারত এমন একটা সাদা বলের ক্রিকেট খেলছে, যা অতীতে খেলা হত।”
নিউজ়িল্যান্ডের প্রাক্তন অধিনায়ক স্টিফেন ফ্লেমিং বলেন, “পরের বিশ্বকাপের জন্য খুব গুরুত্বপূর্ণ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। সেখানে তরুণ ভারতীয় ক্রিকেটারদের খেলতে পাঠালে দু’বছর পরের বিশ্বকাপের জন্য লাভ হবে ভারতের। সারা বিশ্বে ক্রিকেটটা অন্য ভাবে খেলা হয়। অন্য দেশে খেলতে যাওয়া, নিজের ফোন আপডেট করার মতো। নিজের অভিজ্ঞতা বাড়ে।”
নানা জনের নানা উপদেশ। ভারত কী করবে তা এখনও স্পষ্ট নয়। সামনেই নিউজ়িল্যান্ড সফর। সেখানে টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসাবে থাকবেন হার্দিক পাণ্ড্য। নতুন ভারতীয় দল গড়ার প্রস্তুতি হয়তো শুরু হয়ে যাবে ওখানে থেকেই।