T20 World Cup 2022

শামি নয় ভারতের প্রথম একাদশে হর্ষলকে চান কুম্বলে, কী যুক্তি ভারতের প্রাক্তন কোচের?

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বোলিং আক্রমণ কেমন হওয়া উচিত, জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে। ভারতীয় দলের প্রাক্তন কোচের মতে শামিকে খেলানোর সুবিধা থাকলেও অসুবিধাই বেশি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২২ ১২:১২
শামিকে প্রথম একাদশে চাইছেন না কুম্বলে।

শামিকে প্রথম একাদশে চাইছেন না কুম্বলে। ছবি: টুইটার।

অনুশীলনে মহম্মদ শামির ছন্দ দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়রা। শামির বল সামলাতে সমস্যায় পড়ছেন ভারতীয় দলের ব্যাটাররা। তা-ও পাকিস্তানের বিরুদ্ধে বাংলার জোরে বোলারকে প্রথম একাদশে দেখতে চান না ভারতীয় দলের প্রাক্তন কোচ অনিল কুম্বলে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে এক ওভার বল করেই চমকে দিয়েছেন শামি। দীর্ঘ দিন পর ভারতের টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া বাংলার জোরে বোলার দেখিয়ে দিয়েছেন, তাঁর দক্ষতায় এতটুকু মরচে পড়নি। বরং তাঁর সম্ভারে যুক্ত হয়েছে দ্রুত গতির ইনসুইং ইয়র্কারের মতো অস্ত্র। তবু পাকিস্তানের বিরুদ্ধে শামিকে ভারতের প্রথম একাদশে চাইছেন না কুম্বলে। ভারতীয় দলের প্রাক্তন কোচের পছন্দ ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিংহ এবং হর্ষল পটেল।

Advertisement

ভারতের বোলিং আক্রমণ নিয়ে কুম্বলে বলেছেন, ‘‘টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বোলিং আক্রমণে হর্ষলকে রাখা উচিত। মাঝের এবং ডেথ ওভারে বল করার দক্ষতা রয়েছে হর্ষলের। শামি দলে রয়েছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দারুণ বলও করেছে। কিন্তু সাধারণ ভাবে শামি নতুন বলেই বেশি কার্যকর।’’

শামিকে তবে নেওয়া ভুল হল? কুম্বলের মতে, শামিকে খেলালে নতুন বলে আক্রমণ শুরু করানোর কথাই ভাবা উচিত। ভারতীয় দলের প্রাক্তন কোচ বলেছেন, ‘‘প্রথম ছয় ওভারে শামি এবং ভুবনেশ্বরের জুটি হলে দারুণ হবে। প্রথম ছয় ওভারেই ওরা বিপক্ষকে চাপে ফেলে দিতে পারে। সে ক্ষেত্রে আরশদীপের উপর ভরসা করতে হবে ডেথ ওভার বোলিংয়ের জন্য। তা হলে আবার সাত নম্বরে পর তেমন ব্যাটার থাকবে না। অক্ষর পটেল এবং রবিচন্দ্রণ অশ্বিন দু’জনেই প্রথম একাদশে থাকলে আট নম্বর পর্যন্ত ব্যাটার থাকবে। সাত ব্যাটারে খেলাটা ঝুঁকির হতে পারে।’’

ভারতীয় দলের সঠিক ভারসাম্যের জন্যই প্রথম একাদশের বাইরে শামিকে রাখার পক্ষে কুম্বলে। কারণ শামির থেকে হর্ষলের ব্যাটের হাত অনেক ভাল। তিনি বলেছেন, ‘‘তিন জোরে বোলার হোক ভুবনেশ্বর, আরশদীপ এবং হর্ষল। শামিকে রাখতে হলে অন্য রকম ভাবতে হবে।’’

Advertisement
আরও পড়ুন