ম্যাচের সেরা শাহিন ছবি রয়টার্স
ভারতের প্রধান তিন ব্যাটারকে ফিরিয়ে দিয়েছিলেন। কোনও উইকেট না হারিয়ে পাকিস্তানকে দুই ওপেনার জেতালেও ম্যাচের সেরার পুরস্কার দেওয়া হল শাহিন শাহ আফ্রিদিকে। ভারতের দুই ওপেনার ছাড়াও বিরাট কোহলীকে ফিরিয়েছিলেন শাহিন।
ম্যাচের পর তিনি বললেন, “এই প্রথম বার আমরা ভারতকে বিশ্বকাপে হারালাম। এর থেকে গর্বের কিছু হয় না। আমরা জানতাম যে শুরুর দিকে উইকেট পেলে খুব ভাল হবে। সেটাই হয়েছে। যতটা বেশি সম্ভব এই উইকেট থেকে সুইং পেতে চেয়েছিলাম। এই পিচে পরপর উইকেট তোলা অনেক সময়ই সম্ভব হয় না। কিন্তু আমি সেটাই করতে চেয়েছি। নিজের ১০০ শতাংশ উজাড় করে দিয়েছি আজ।”
শাহিনের সংযোজন, “আমার মতে, নতুন বলে আজ খেলা কঠিন ছিল। তাই বাবর এবং রিজওয়ানের ধন্যবাদ প্রাপ্য। এই বিশ্বকাপে সব দেশই কঠিন। আশসা করব বাকি প্রতিযোগিতাতেও এই ছন্দ ধরে রাখতে পারব আমরা। ফাইনালে ওঠাই আমাদের প্রধান লক্ষ্য।”