পাকিস্তানকে জেতালেন দুই ওপেনার।
এর আগে কোনওদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০ উইকেটে হারেনি ভারত। ১০ উইকেটে কোনওদিন জেতেনি পাকিস্তান। দুটোই হল একই দিনে।
এক উইকেটও তুলতে পারলেন না কোহলীরা। দশ উইকেটে ভারতকে হারিয়ে দিল পাকিস্তান।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
বাবরের পর অর্ধশতরান করলেন রিজওয়ানও। ১৫ ওভারে পাকিস্তান ১২১-০।
অধিনায়কোচিত ইনিংস বাবর আজমের। অর্ধশতরান করে ফেললেন তিনি।
ক্রমশ জেতার দিকে এগিয়ে চলেছে পাকিস্তান। ক্রিজে রিজওয়ান (৩৫) এবং বাবর (৩৪)।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
ক্রিজে রয়েছেন রিজওয়ান (২৯) এবং বাবর (২০)।
এখনও উইকেট পাননি কোহলীরা। অনায়াসে খেলে চলেছে রিজওয়ান (২৫) এবং বাবর (১৭)।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
ক্রিজে রয়েছেন রিজওয়ান (২১) এবং বাবর (১৪)।
ক্রিজে রয়েছেন রিজওয়ান (১৪) এবং বাবর (৮)।
ভুবনেশ্বরকে চার এবং ছয় মেরে প্রথম ওভারে ১০ রান নিলেন মহম্মদ রিজওয়ান।
কোহলীর অর্ধশতরানের সৌজন্যে ১৫১ তুলল ভারত। জিততে পাকিস্তানের দরকার ১৫২ রান।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
ছয় মারতে গিয়ে আউট হার্দিক। ৮ বলে ১১ করে ফিরলেন তিনি।
৪৯ বলে ৫৭ রান করে আউট কোহলী।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
মারতে গিয়ে ফিরলেন জাডেজা। ১২ বলে ১৩ করে আউট তিনি।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
পাকিস্তানের বিরুদ্ধে ফের জ্বলে উঠলেন কোহলী। ৪৫ বলে অর্ধশতরান করলেন ভারত অধিনায়ক।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
ক্রিজে কোহলী (৪৮) এবং জাডেজা (৯)।
অর্ধশতরান থেকে চার রান দূরে কোহলী। সঙ্গী জাডেজা (৭)।
কোহলী ৩৭ এবং জাডেজা ৬ রানে খেলছেন।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
ক্রিজে রয়েছেন কোহলী (৩৫) এবং জাডেজা (৪)।
কোহলীর (৩০) সঙ্গে ক্রিজে জাডেজা (১)।