Virat Kohli

T20 World Cup 2021: রবিবার বিশ্বকাপ অভিযান শুরু ভারতের, গ্রুপ পর্বে কোহলীদের পরের চারটি ম্যাচ কবে, কখন

বিশ্বকাপে রবিবার অভিযান শুরু করছে ভারত। প্রথম ম্যাচেই বিরাট কোহলীদের সামনে রয়েছে পাকিস্তান। দেখে নেওয়া যাক, এরপর ভারতের ম্যাচগুলি কবে রয়েছে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ০৮:৫০
কবে কবে নামছেন কোহলীরা।

কবে কবে নামছেন কোহলীরা। —ফাইল চিত্র

টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবার অভিযান শুরু করছে ভারত। প্রথম ম্যাচেই বিরাট কোহলীদের সামনে রয়েছে পাকিস্তান। দেখে নেওয়া যাক, এরপর ভারতের ম্যাচগুলি কবে রয়েছে।

ভারতের গ্রুপে পাকিস্তান ছাড়াও রয়েছে নিউজিল্যান্ড, আফগানিস্তান, স্কটল্যান্ড এবং নামিবিয়া। অর্থাৎ গ্রুপ পর্বে মোট পাঁচটি ম্যাচ খেলবে বিরাট কোহলীর দল।

দুবাইতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার পর কোহলীদের সামনে রয়েছে লম্বা বিরতি। ভারতের দ্বিতীয় ম্যাচ দুবাইতেই এক সপ্তাহ পরে। পরের রবিবার, ৩১ অক্টোবর ভারত খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

Advertisement

গ্রাফিক: শৌভিক দেবনাথ

ভারতের তৃতীয় ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে। এই ম্যাচের আগে তিন দিন বিশ্রাম পাবেন রোহিত শর্মারা। বুধবার, ৩ নভেম্বর ভারত খেলবে রশিদ খান, মহম্মদ নবির আফগানিস্তানের বিরুদ্ধে। এই ম্যাচ আবু ধাবিতে।

গ্রুপ পর্বে ভারতের শেষ দুটি ম্যাচ যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসা দুটি দলের বিরুদ্ধে। শুক্রবার, ৫ নভেম্বর ভারতের বিপক্ষে স্কটল্যান্ড। ৮ নভেম্বর, সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত মুখোমুখি হবে নামিবিয়ার। শেষ দুটি ম্যাচও দুবাইতে।

বিরাট কোহলীদের সব ম্যাচ দিন-রাতের। প্রতিটি ম্যাচ ভারতীয় সময়ে সন্ধে ৭:৩০ থেকে শুরু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement