Suryakumar Yadav

বাবরকে টপকে গিয়েছেন, বিশ্বকাপের আগে আর এক পাক ব্যাটার রিজওয়ানের ঘাড়ে নিশ্বাস সূর্যের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাল খেলায় আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় দু’নম্বরে উঠেছেন সূর্যকুমার যাদব। পিছনে ফেলে দিয়েছেন বাবর আজমকে। তাঁর সামনে এখন শুধুই মহম্মদ রিজওয়ান।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২২ ২০:২৯
বিশ্বকাপের আগে ছন্দে সূর্যকুমার।

বিশ্বকাপের আগে ছন্দে সূর্যকুমার। —ফাইল চিত্র

ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করে আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় দু’নম্বরে পৌঁছে গিয়েছিলেন বাবর আজম। পাকিস্তানের অধিনায়ককে আবার সেখান থেকে সরিয়ে দিলেন সূর্যকুমার যাদব। দ্বিতীয় স্থানে উঠলেন ভারতীয় ব্যাটার। বাবর তিন নম্বরে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতানো ৬৯ রানের পরে তালিকায় উন্নতি হয়েছে সূর্যের। তাঁর সামনে এখন এক মাত্র মহম্মদ রিজওয়ান। তাঁকে টপকাতে পারলেই টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শীর্ষে পৌঁছে যাবেন তিনি।

টি-টোয়েন্টি ক্রমতালিকায় শীর্ষে থাকা রিজওয়ানের পয়েন্ট ৮৬১। তাঁর থেকে ৬০ পয়েন্ট কম সূর্যের। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি পাবেন তিনি। অন্য দিকে রিজওয়ানও ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ম্যাচ খেলবেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভাল খেললে পয়েন্ট বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবেন সূর্য।

Advertisement

তালিকায় তিন নম্বরে থাকা বাবরের পয়েন্ট ৭৯৯। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সূর্য বড় রান করতে না পারলে বাবরের কাছে সুযোগ থাকবে আবার দু’নম্বরে উঠে যাওয়ার। চার নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম। তাঁর পয়েন্ট ৭৯২। ভারতের বিরুদ্ধে ভাল খেললে তাঁর কাছেও সুযোগ রয়েছে তালিকায় উপরে ওঠার। টি-টোয়েন্টি তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ভারতের বিরুদ্ধে রান পাওয়ায় তালিকায় উন্নতি হয়েছে তাঁর।

আরও পড়ুন
Advertisement