Shreyas Iyer

কেকেআরের আইপিএলজয়ী অধিনায়ক শ্রেয়সকে কিনবে কোন দল? নিলামের আগে জানিয়ে দিলেন গাওস্কর

গত বার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়স আয়ার এ বার নিলামে নামবেন। নিলামে কোন দল নেবে তাঁকে? আগেই জানিয়ে দিলেন সুনীল গাওস্কর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১৩:৩০
cricket

(বাঁ দিকে) শ্রেয়স আয়ার ও সুনীল গাওস্কর (ডান দিকে)। —ফাইল চিত্র।

চলতি মাসেই আইপিএলের নিলাম। সেখানে যে ক্রিকেটারদের দেখা যাবে তাঁদের মধ্যে বড় চমক শ্রেয়স আয়ার। গত বার অধিনায়ক হিসাবে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। তার পরেও এ বার তাঁকে ধরে রাখেনি কেকেআর। নিলামে কোন দল নেবে তাঁকে? আগেই জানিয়ে দিলেন সুনীল গাওস্কর।

Advertisement

নিলামের আগে শ্রেয়সকে কেন ধরে রাখেনি তার কোনও ব্যাখ্যা দেয়নি কেকেআর। হতে পারে শ্রেয়স নিজেই থাকতে চাননি। সেই সম্ভাবনার কথা জানিয়েছেন গাওস্কর। তিনি বলেন, “কেকেআর যখন গত বার আইপিএল জিতল তখন শ্রেয়স ওদের অধিনায়ক। আমার মনে হয়, ওর সঙ্গে টাকা নিয়ে রফা হয়নি কেকেআরের। সেই কারণেই ওকে ধরে রাখেনি ওরা।” গাওস্করের ইঙ্গিত, শ্রেয়স যে টাকা চেয়েছিলেন তা দিতে চায়নি কলকাতা। সেই জন্য এ বার নিলামে নামতে চলেছেন শ্রেয়স।

কলকাতার অধিনায়ক হওয়ার আগে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন শ্রেয়স। তাঁকে সরিয়ে ঋষভ পন্থকে অধিনায়ক করা হলে তিনি দিল্লি ছাড়েন। এ বার পন্থকে ধরে রাখেনি দিল্লি। নিজের পুরনো দলে শ্রেয়স ফিরে যেতে পারেন বলে মনে করছেন গাওস্কর। তিনি বলেন, “আমার মনে হয় কলকাতা নিলামে শ্রেয়সের জন্য ঝাঁপাবে। কিন্তু ওরা কত টাকা দিতে চাইবে সেটা আমি জানি না। কলকাতার পাশাপাশি দিল্লিও শ্রেয়সকে নিতে চাইবে। আমার মনে হয় দিল্লিই শেষ পর্যন্ত শ্রেয়সকে কিনবে।”

দিল্লির ম্যানেজমেন্টের সঙ্গে দূরত্ব বেড়েছে পন্থের। তিনি যে টাকা চেয়েছিলেন তা দিতে চায়নি দিল্লি। সেই কারণে নিলামে দিল্লি পন্থকে কতটা নিতে চাইবে তা নিয়ে সংশয় রয়েছে। এই পরিস্থিতিতে তাঁরা শ্রেয়সকে নিতে চাইবে বলে মনে করেন গাওস্কর। শ্রেয়স আগেও দিল্লিতে খেলায় সেখানকার পরিবেশ জানেন। তাই মানিয়ে নিতে তাঁর খুব একটা সমস্যা হবে না বলেই মনে করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।

গত বার কেকেআরকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি ব্যাট হাতে ভালই খেলেছিলেন শ্রেয়স। ১৪টি ইনিংসে ৩৫১ রান করেছিলেন তিনি। ৩৯ গড় ও ১৪৬.৮৬ স্ট্রাইক রেটে রান করেছিলেন শ্রেয়স। এখন দেখার নিলামে গাওস্করের ভবিষ্যদ্বাণী সত্যি হয় কি না।

আরও পড়ুন
Advertisement