Rohit Sharma

Virat Kohli Captaincy: রোহিত নন, বিরাটের পর কাকে অধিনায়ক হিসাবে পছন্দ জানিয়ে দিলেন গাওস্কর

সুনীল গাওস্করের মতে এঁরা কেউ নন, তিনি বেছে নিলেন ভারতের তরুণ এক ক্রিকেটারকে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২২ ২২:৩২
 সুনীল গাওস্করের মতে এঁরা কেউ নন, তিনি বেছে নিলেন ভারতের তরুণ এক ক্রিকেটারকে।

সুনীল গাওস্করের মতে এঁরা কেউ নন, তিনি বেছে নিলেন ভারতের তরুণ এক ক্রিকেটারকে। —ফাইল চিত্র

বিরাট কোহলী নেতৃত্ব ছেড়ে দিতেই যে প্রশ্ন প্রথম মাথায় আসে তা হল, এর পর ভারতের টেস্ট অধিনায়ক কে। অনেকেই বলছেন রোহিত শর্মা। অনেকের মতে রাহুল দ্রাবিড়ের এক সময়ের সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকেও নাকি অধিনায়ক করা হতে পারে। কিন্তু সুনীল গাওস্করের মতে এঁরা কেউ নন, তিনি বেছে নিলেন ভারতের তরুণ এক ক্রিকেটারকে।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গাওস্কর বলেন, “আমার উপর দায়িত্ব দেওয়া হলে টেস্টে ভারতের অধিনায়ক করতাম ঋষভ পন্থকে।” তরুণ পন্থের বয়স ২৪। আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব করেছেন তিনি। কিন্তু ভারতীয় দলের নেতা হিসেবে কি তাঁকে ভাবা যেতে পারে? অনেকের মতে মহেন্দ্র সিংহ ধোনিকে তো এই ভাবেই নেতা করে দেওয়া হয়েছিল। আবারও কি সেই পথেই ভারত?

Advertisement

রোহিতের বয়স ৩৪ বছর, অশ্বিন ৩৫। তাঁদের অধিনায়ক করলেও বেশি বছর তাঁরা খেলতে পারবেন না। এমন ভাবনা থেকেই হয়তো গাওস্করের মাথায় পন্থের নাম ঘুরছে। নির্বাচকরা কী ভাবছেন তা তাঁরাই জানেন।

Advertisement
আরও পড়ুন