Rohit Sharma

Rohit Sharma: বিরাট জুতোয় পা গলাতে তৈরি রোহিত, জানিয়ে দিলেন ছোটবেলার কোচ

টেস্ট ক্রিকেটে সহ-অধিনায়ক তিনি। সব ধরনের ক্রিকেটে তাঁকেই যে নেতা করা হতে পারে সেই বিষয় খুব বেশি সন্দেহ নেই।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২২ ২১:০৭
রোহিত শর্মা।

রোহিত শর্মা। —ফাইল চিত্র

সাদা বলের ক্রিকেটে তাঁর হাতেই ভারতীয় ক্রিকেটের নেতৃত্ব। টেস্ট ক্রিকেটে সহ-অধিনায়কও তিনি। বিরাট কোহলী টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর সব ধরনের ক্রিকেটে তাঁকেই যে ভারতের নেতা করা হতে পারে সেই বিষয় খুব বেশি সন্দেহ নেই। কিন্তু টেস্ট দলে কয়েক বছর আগেও নিয়মিত সুযোগ না পাওয়া রোহিত শর্মা কি তৈরি?

রোহিতকে ছোটবেলা থেকে দেখছেন তাঁর কোচ দীনেশ লাড। জানেন নেতা রোহিতের ইতিবাচক দিকগুলিও। দীনেশ বলেন, “রোহিত দলকে অনুপ্রেরণা দিতে জানে। দলকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা ওর মধ্যে রয়েছে। নেতৃত্ব ওর কাছে কখনওই বাড়তি চাপ নয়। নিদাহাস ট্রফিতে রোহিতই তো অধিনায়ক ছিল ভারতের। নেতৃত্ব ওর ব্যাটিংয়ে প্রভাব ফেলবে না।”

কিন্তু রোহিত কী টেস্ট দলের নেতৃত্ব নেওয়ার জন্য তৈরি? নিজের ছাত্রকে নিয়ে নিশ্চিত দীনেশ। এক মুহূর্ত না ভেবে বলে দিলেন, “হ্যাঁ, রোহিত তৈরি।” অধিনায়ক হিসেবে রোহিত আরও ভাল খেলবেন বলেই মত দীনেশের। “দায়িত্ব নিতে জানে রোহিত”, বলে দিলেন তাঁর ছোটবেলার কোচ।

Advertisement

ভারতীয় বোর্ড যদিও এখনও রোহিতের নাম অধিনায়ক হিসেবে ঘোষণা করেনি। তবে সেটা এখন মনে হয় শুধুই সময়ের অপেক্ষা।

Advertisement
আরও পড়ুন