কেরলে উল্টে গেল স্কুল বাস। ছবি: ভিডিয়ো থেকে।
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল স্কুল বাস। তার চাকায় পিষে গেল পঞ্চম শ্রেণির এক ছাত্রী! ওই বাসেই ছিল সে। বাসটি উল্টে যাওয়ার সময় ছিটকে বাইরে পড়ে যায় ওই বালিকা। পরে প্রাণ হারায় সে। কেরলের কান্নুর জেলার ভালাক্কাইয়ের ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেল ৪টে নাগাদ স্কুল থেকে বাসে চেপে বাড়ি ফিরছিল ১৫ জন পড়ুয়া। ভালাক্কাই সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। বাস থেকে ছিটকে পড়ে যায় নেধ্যা এস রাজেশ নামে ওই ছাত্রী। তার পরেই বাসের চাকায় পিষে যায় সে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তার দেহ পারিয়ারামের সরকারি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই বাসে সওয়ার বাকি ১৪ জন পড়ুয়া আহত হয়ে হাসপাতালে ভর্তি।
এই দুর্ঘটনা নিয়ে স্কুল কর্তৃপক্ষ এখনও কোনও মন্তব্য করেননি। পুলিশ চালকের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। ওই সেতুতে বার বার দুর্ঘটনা হয়েছে। স্থানীয়দের দাবি, সেতুর নির্মাণশৈলী ‘বিজ্ঞানসম্মত নয়’ বলেই বার বার ওই পথে দুর্ঘটনা হয়।