ICC Champions Trophy 2025

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের দল বাছলেন গাওস্কর এবং পাঠান! কোন ১৫ জন সুযোগ পেলেন?

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিসিসিআই এখনও দল ঘোষণা করেনি। তার আগেই টেলিভিশনের একটি অনুষ্ঠানে ১৫ জনের দল জানিয়ে দিলেন দুই প্রাক্তন ক্রিকেটার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৮:০৪
picture of Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

সব দেশ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দল ঘোষণা করলেও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনও ১৫ জনের নাম জানায়নি। বোর্ডের ঘোষণার জন্য অপেক্ষা না করে নিজেদের পছন্দের দল বেছে নিলেন দুই প্রাক্তন ক্রিকেটার। সুনীল গাওস্কর এবং ইরফান পাঠানের বেছে নেওয়া দলকে নেতৃত্বে দেবেন রোহিত শর্মা।

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা চলছে। জাতীয় নির্বাচকেরা অপেক্ষা করছেন জসপ্রীত বুমরাহের চোটের রিপোর্টের জন্য। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকদের মতামত জানার পর সিদ্ধান্ত নেবেন তাঁরা। গাওস্কর এবং পাঠান অবশ্য বুমরাহকে রেখেই ১৫ জনের দল বেছে নিয়েছেন। গাওস্কর বেছে নিয়েছেন ব্যাটারদের। বোলারদের বেছেছেন পাঠান।

গাওস্কর দল নির্বাচন নিয়ে বলেছেন, ‘‘আমি দায়িত্বে থাকলে তাদেরই সুযোগ দিতাম, যারা সাম্প্রতিক অতীতে এক দিনের ক্রিকেটে ভাল পারফরম্যান্স করেছে। গত এক দিনের বিশ্বকাপে লোকেশ রাহুল বেশ ভাল খেলেছিল। শ্রেয়স আয়ারের কথাও বলতে হবে। আমার মতে শ্রেয়সের পাশে থাকা দরকার। গত কয়েক মাস ওকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। আমার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ওরা দু’জনেই থাকবে।’’ ব্যাটিং অর্ডার নিয়ে গাওস্কর বলেছেন, ‘‘চার নম্বরে শ্রেয়স, পাঁচ নম্বরে রাহুল এবং ছ’নম্বরে ঋষভ পন্থ ব্যাট করবে। আমার দলে সঞ্জু স্যামসনও থাকবে। ওর শতরানের কথা মাথায় রাখতে হবে। কেউ দেশের হয়ে খেলতে নেমে শতরান করলে, তাকে কী ভাবে উপেক্ষা করবেন?’’

গাওস্করকে সমর্থন করে পাঠান বলেছেন, ‘‘আট নম্বরে ব্যাট করবে রবীন্দ্র জাডেজা। এটা নিয়ে প্রশ্ন নেই। দলে নীতীশ কুমার রেড্ডিকেও রাখব। অস্ট্রেলিয়ায় দারুণ পারফর্ম করেছে ও। অস্ট্রেলিয়ার মাটিতে খেলা কিন্তু সহজ নয়। ও থাকলে আমাদের বোলিং অলরাউন্ডারের বিকল্প বাড়বে।’’ ভারতীয় দলের জোরে বোলিং আক্রমণ কারা সামলাবেন? পাঠান বলেছেন, ‘‘ফিট থাকলে বুমরাহের সঙ্গে খেলবে মহম্মদ শামি। মহম্মদ সিরাজকে তৃতীয় জোরে বোলার হিসাবে দলে রাখব। বুমরাহ, শামিকে টপকে সিরাজকে খেলানো যায় না।’’

দুই প্রাক্তনের বেছে নেওয়া ১৫ জনের দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়স আয়ার, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, শুভমন গিল, সঞ্জু স্যামসন, মহম্মদ সিরাজ এবং নীতীশ কুমার রেড্ডি।

Advertisement
আরও পড়ুন