ICC ODI World Cup 2023

টাইম্‌ড আউট বিতর্কে ঘি ঢাললেন শ্রীলঙ্কার ব্যাটার, জোড়া ছবি দিয়ে প্রমাণ করলেন ‘আউট ছিলেন না’

সোমবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। সেই ম্যাচে নতুন ধরনের আউট দেখা গেল। কিন্তু আউটের শিকার ম্যাথেউজ জানালেন, তাঁর কাছে প্রমাণ আছে, তিনি আউট ছিলেন না।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৩ ১০:১৯
sri lanka

সোমবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। —ফাইল চিত্র।

বাংলাদেশের বিরুদ্ধে টাইম্‌ড আউট হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথেউজ। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বার এমন ঘটনা ঘটল। তা-ও আবার বিশ্বকাপের মঞ্চে। স্বাভাবিক ভাবেই এই ভাবে আউট হওয়া মেনে নিতে পারছেন না শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার। তিনি জানালেন যে, তাঁর কাছে প্রমাণ রয়েছে। ছবি দেখিয়ে প্রমাণ দিলেন যে, তিনি আউট ছিলেন না।

Advertisement

সোমবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। এই দুই দল মুখোমুখি হলেই ক্রিকেটের সঙ্গী হয় বিতর্ক। এর আগে এই দুই দলের খেলায় দেখা গিয়েছিল ‘নাগিন ডান্স’ দিল্লির মাঠেও সেটার ব্যতিক্রম হয়নি। ক্রিকেটবিশ্ব নতুন ধরনের একটা আউট দেখল। মাঠে ব্যাটার দেরি করে নামার অভিযোগে আউট চাইল ফিল্ডিং দল। নিয়ম মেনে আউট দিলেন আম্পায়ারও। কিন্তু সেই আউটের শিকার ম্যাথেউজ সমাজমাধ্যমে লেখেন, “চতুর্থ আম্পায়ার ভুল সিদ্ধান্ত দিয়েছেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, আমার হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে যাওয়ার আগে ৫ সেকেন্ড ছিল। আমার মনে হয় সুরক্ষা সবার আগে। হেলমেট ছাড়া ব্যাট করা উচিত হত না।”

আম্পায়ারের দেওয়া আউটের সিদ্ধান্ত মানতে পারছেন না ম্যাথেউজ। তিনি সমাজমাধ্যমে দু’টি ছবি পোস্ট করে দেখান যে, সমরবিক্রম আউট হওয়ার পর থেকে তাঁর স্ট্র্যাপ ছিঁড়ে যাওয়া পর্যন্ত ১ মিনিট ৫৫ সেকেন্ড সময় লেগেছিল। অর্থাৎ ৫ সেকেন্ড সময় ছিল ম্যাথেউজের কাছে। কিন্তু স্ট্র্যাপ ছিঁড়ে যাওয়ায় তিনি ব্যাট করতে পারছিলেন না। সেই ছবি পোস্ট করে ম্যাথেউজ লেখেন, “ক্যাচ নেওয়া এবং আমার হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে যাওয়ার মধ্যে কতটা সময় লেগেছিল তার প্রমাণ রইল।”

ম্যাথেউজের আউটের সিদ্ধান্ত মানতে পারছেন না শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিসও। তিনি বলেন, “আমি খুবই হতাশ। ম্যাথেউজ যখন ব্যাট করতে নেমেছিল, তখনও ৫ সেকেন্ড বাকি ছিল। কিন্তু ওর হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে গিয়েছিল। সেই কারণেই বাড়তি সময় লেগেছিল ম্যাথেউজের। আমার মনে হয় আম্পায়ারদের এটা দেখা উচিত ছিল। এটা তো সাধারণ বুদ্ধি। আমার মনে হয় আম্পায়ারেরা সঠিক সিদ্ধান্ত নেননি।”

আইসিসি-র নিয়ম বলছে, একজন ব্যাটার আউট হওয়া বা অবসৃত হওয়ার ২ মিনিটের মধ্যে নতুন ব্যাটার অথবা নন-স্ট্রাইকারকে এসে বল খেলার জন্যে তৈরি থাকতে হয়, যদি না আগে থেকে নতুন ব্যাটার আম্পায়ারের কাছে ‘টাইম’-এর আবেদন করে থাকেন। এই নিয়ম না মানা হলে, সংশ্লিষ্ট ব্যাটারকে ‘টাইম্‌ড আউট’ দেওয়ার অধিকার রয়েছে আম্পায়ারের।

সোমবার শ্রীলঙ্কার সাদিরা সমরবিক্রম আউট হওয়ার পরে খেলতে নামেন ম্যাথেউজ। নির্ধারিত সময়েই মাঠে নেমেছিলেন। কিন্তু ব্যাট করতে যাওয়ার আগে হেলমেট পরার সময় ম্যাথেউজের হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে যায়। ফলে তিনি নিজের দলের ডাগআউটের দিকে ইঙ্গিত করে বিকল্প একটি হেলমেট আনতে বলেন। সেই হেলমেট আনতে যে সময় লাগে, তার মাঝেই আম্পায়ারের দ্বারস্থ হন শাকিব। দাবি করেন, নির্ধারিত সময় পেরিয়ে গিয়েছে। তা হলে কেন ম্যাথেউজকে আউট দেওয়া হবে না? আম্পায়ার আউট দিয়ে দেন।

আরও পড়ুন
Advertisement