Team India

ICC World Test Championship: ভারতকে টপকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় উঠে এল শ্রীলঙ্কা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বদল। পিছিয়ে থাকা শ্রীলঙ্কা উঠে এল তিন নম্বরে। নেমে গেল পাকিস্তান।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ জুলাই ২০২২ ১৪:৫৬

—ফাইল চিত্র

পাকিস্তানকে ঘরের মাঠে দ্বিতীয় টেস্টে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় উন্নতি শ্রীলঙ্কার। ভারতকে টপকে তৃতীয় স্থানে উঠে এল তারা। পিছনে ফেলে দিল পাকিস্তানকে।

টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল পাকিস্তান। সেই ম্যাচ জয়ের পর তৃতীয় স্থানে ছিল পাকিস্তান। ভারত ছিল চতুর্থ স্থানে। ষষ্ঠ স্থানে নেমে গিয়েছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে বাবর আজমের দল হারতেই বদলে গেল হিসাব। ৫৩.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শ্রীলঙ্কা। ভারত রয়েছে চতুর্থ স্থানে। তাদের সংগ্রহ ৫২.০৮ শতাংশ পয়েন্ট। পাকিস্তান নেমে গিয়েছে পঞ্চম স্থানে। ৫১.৮৫ শতাংশ পয়েন্ট বাবরদের। ফাইনালে ওঠার পথে বড় বাধা পেলেন তারা।

Advertisement

শীর্ষ স্থানে দক্ষিণ আফ্রিকা। ৭১.৪৩ শতাংশ পয়েন্ট রয়েছে তাদের। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭০ শতাংশ পয়েন্ট। ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে ষষ্ঠ স্থানে। ইংল্যান্ড রয়েছে সপ্তম স্থানে (৩৩.৩৩)। অষ্টম স্থানে ইংল্যান্ড (২৫.৯৩)। বাংলাদেশ রয়েছে পয়েন্ট তালিকায় সকলের নীচে। তাদের সংগ্রহ মাত্র ১৩.৩৩ শতাংশ পয়েন্ট।

আরও পড়ুন
Advertisement